শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
বছরজুড়ে বিশ্বে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ২:২৯ PM
২০২৪ সালে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি তুলনামূলকভাবে কমেছে। কিন্তু তাতেও মন গলছে না ভোটারদের। মূলত গত কয়েক বছর ধরে ডিম থেকে শুরু করে জ্বালানির দাম উচ্চ পর্যায়ে রয়েছে। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। ফলে যেখানেই নির্বাচন ছিল সেখানেই ক্ষমতাসীন দলকে শাস্তি দিয়েছে ভোটাররা। ক্ষমতাসীন দলগুলো মূল্যস্ফীতি কমানোর জন্য শুধু প্রতিশ্রুতিই দিয়ে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছে মূল্যস্ফীতি। ২০২১ সালে হেরে কারচুপির অভিযোগ এনেছিলেন ট্রাম্প। ক্যাপিটাল হিলে হামলা চালিয়েও লাভ হয়নি। তবে এবার ব্যালটবাক্সের মাধ্যমে ট্রাম্পকে জিতিয়েছেন সমর্থকরা।

মূল্যস্ফীতি বেশ কিছু দেশেই সরকার পরিবর্তনে ভূমিকা রেখেছে। এই তালিকায় রয়েছে যুক্তরাজ্য, বতসোয়ানা, পর্তুগাল ও পানামা। দক্ষিণ কোরিয়ায় ভোটাররা বিরোধীদলকে ক্ষমতায় বসিয়েছে।

নির্বাচন বড় ধাক্কা দিয়েছে ফ্রান্স, জার্মানি, জাপান ও ভারতকেও।

অন্যদিকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এখন বড় প্রশ্ন হলো ট্রাম্প যখন হোয়াইট হাউজে ফিরবেন তখন এই সংঘাতের ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়বে।

এর আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এক দিনের মধ্যে যুদ্ধ বন্ধ করে দেবেন। ফলে ইউক্রেন ও ইউরোপের অনেকেই আশঙ্কা করছেন এর মানে হলো পুতিনের পাশে থাকা ও স্থিতাবস্থা স্থগিত করা।

ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিসর বাড়িয়েছে। প্রথমে গাজা। তারপর লেবানন।  ইয়েমেন ও সিরিয়ায়ও সংঘাতে জড়িয়ে পড়েছে তেল আবিব।  গাজা যুদ্ধে নিহত হয়েছেন ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি। সেখানে ইসরায়েলের হামলায় এখনো মৃত্যুর মিছিল অব্যাহত আছে।

সূত্র: রয়টার্স

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft