প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬:২০ PM
ভারতের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আপনারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, আগে নিজেদের চেহারাটা আয়নায় দেখেন। আপনারা যাদের মাইনরিটি বলেন, তাদের সঙ্গে কি আচরণ করেন? আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ছবক দিতে আসবেন না। যুগ যুগ ধরে এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এ দেশের মানুষ তা প্রমাণ করেছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, এ দেশে মেজরিটি-মাইনরিটি বলে কিছু নেই। সবাই এ দেশের গর্বিত নাগরিক।
আগামীর বাংলাদেশ বিনির্মাণের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো। সেই সঙ্গে বৈষম্যকে নির্বাসনে পাঠিয়ে দেব। আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক। আমরা চাই ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ।
আজকালের খবর/ওআর