প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ১০:২৫ AM
বৈরী আবহাওয়ার কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সোমবার (২৭ মে) সকাল থেকে চলাচল করছে না মেট্রোরেল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। মেট্রোরেল চলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (২৭ মে) সকাল ৭টার পর থেকে এ প্রতিবেদন (৯টা ৫ মিনিট) লেখা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। যদিও বিষয়টি নিয়ে বিস্তারিত জানা যায়নি।
তবে স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে ঘোষণা দেওয়া হচ্ছে ট্রেন চলাচল সাময়িক বিলম্ব হবে।
এদিকে ফার্মগেট স্টেশনে দায়িত্বরত আনসার সদস্য হোসেন বলেন, স্যারেরা আমাকে বলছেন আবহাওয়া খারাপ তাই মেট্রোরেল বন্ধ থাকবে।
মিরপুর ১১ নং স্টেশনেও একই অবস্থা জানা যায়।
আজকালের খবর/এসএইচ