শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
পিরোজপুরে কর্মহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা
মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর
প্রকাশ: সোমবার, ৩ মে, ২০২১, ২:৫৩ PM
পিরোজপুরে কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র খাদ্য সহায়তা বিতরণ করেছে জেলা প্রশাসন। 

সোমবার সকালে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সহায়তা তুলে দেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।

বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান,  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম রায় চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টরেট আল ইমরান খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, নুডুলসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  

এছাড়াও জেলার ৫৩টি ইউনিয়নের প্রতিটিতে দুই লাখ ৫০ হাজার টাকা, ৫০ হাজার ৮৫০টি পরিবারের প্রত্যেককে ভিজিএফ এর ৪৫০টাকা, শিশু খাদ্যের জন্য সাত উপজেলায় এক লাখ টাকা করে সাত লাখ টাকা, কর্মহীন পরিবার প্রতিটিতে দুই হাজার ৫০০ টাকা, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে করোনায় ক্ষতিগ্রস্থদের ১৫ লাখ টাকা এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে আরো ১০ লাখ টাকা দেওয়া হবে। 

এ সময় জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন বলেন, করোনা ভাইরাসের কারনে যেখানে উন্নত দেশগুলো যেখানে ক্ষতিগ্রস্থ এবং তারা যেকানে হিমসীম খাচ্ছে সেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে করোনাকে মোকাবিলা করতে পেরেছি। প্রধানমন্ত্রীর নিদের্শনা এদেশের একটি মানুষকে যেনো না খেয়ে থাকতে না হয় সেটি নিশ্চিত করা। সে উপলক্ষে আমরা কাজ করে যাচ্ছি। যেখান থেকেই খাদ্যের আবেদন অসে আমরা সেখানেই খাদ্য সহাায়তা নিয়ে হাজির হই। আমরা চাই যেকোন ব্যাক্তি আমাদের কাছে খাদ্য সহায়তা নিতে আসলে আমরা খাদ্য সহায়তা দিব। 

এ সময় বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল বলেন, প্রধানমন্ত্রী ভালোবাসেন এদেশের মানুষকে, ভালোবাসেন এদেশের মানুষকে, ভালোবাসেন আপনাদেরকেও। সেজন্য আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি।

আজকালের খবর/এএইস








সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
স্বাগতম ২০২২, বিদায় ২০২১
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft