শিরোনাম: |
নারায়ণগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ, বাড়িঘরে আগুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
|
![]() বৃহস্পতিবার দুপুর ২টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড়স্থ হেদায়েতপাড়া এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। রাস্তা অবরোধ ও অগ্নিসংযোগের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে মদনপুরের আন্দিরপাড় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শাহাজালাল মিয়ার স্ত্রী শাহানাজ বেগম (৩৮) ও তার ছেলে ইয়াছিনকে (১৭) আটক করেছে। বৃহস্পতিবার বাদ মাগরিব মদনপুর বড় সাহেব বাড়ী জামে মসজিদের সামনে নিহত জুয়েলের জানাজা শেষে মদনপুর কবরস্থানে দাফন সম্পন্ন করে তার আত্মীয়-স্বজন। বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তবে প্রকৃত খুনিদের চিহিৃত করে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে বন্দর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজকালের খবর/এএইস |