শিরোনাম: |
নষ্ট হচ্ছে বোরো ধান, কৃষকের দুশ্চিন্তা
হারুন-অর-রশিদ, মনোহরদী
|
![]() বুধবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক জমির বোরো ধান সাদা হয়ে গেছে। ধান ক্ষেতগুলোতে আধা পাকা ধানের গোড়া পচে গিয়ে শিষ শুকিয়ে ভেতরে চিটা হয়ে যাচ্ছে। এ অবস্থায় কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে মনোহরদী উপজেলায় ১০ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৩৬৬ মেট্রিক টন। তবে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ হয়নি। আবহাওয়ার কারণে ব্রি-২৮ ও হাইব্রিড জাতের ধান বেশি নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস। শুকুন্দী বালিয়াকান্দা গ্রামের কেফায়েত উল্লাহ নামের এক কৃষক জানান, ‘প্রথমে দু-একটি ধানের গোড়ায় পচন দেখা দিয়েছিল। পরে একের পর এক জমির ধানের গোড়ায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। ওষুধ ছিটিয়ে কিছুটা নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি ঠেকানো সম্ভব হচ্ছে না।’ কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘শুরুতে ফলন বেশ ভালো হয়েছে। নিয়মিত খেতে গিয়ে কোনো রোগ দেখতে পাইনি। কিন্তু হঠাৎ একদিন দেখি, ধানের শিষ সাদা হয়ে যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই পুরো ক্ষেতে এ রোগ ছড়িয়ে পড়েছে। ফলে অনেক ধান নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে পরামর্শ নেয়। কিন্তু তেমন কোনো প্রতিকার পায়নি।’ মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, ‘ধান খেত হঠাৎ সাদা হয়ে যাওয়া এবং চিটা হওয়াটা কোনো রোগ না। কয়েকদিন আগে হঠাৎ বয়ে যাওয়া গরম বাতাসের কারণে এই অবস্থা হয়েছে। তাছাড়া এখন দিনের বেলায় অত্যাধিক গরম, আর রাতে ঠান্ডা আবহাওয়ার কারণেও বোরো ধান নষ্ট হয়ে যাচ্ছে। আজকালের খবর/এএইস |