শিরোনাম: |
কালীগঞ্জে হতদরিদ্রকে টিন দিলেন সাবেক চেয়ারম্যান
আরিফ মোল্ল্যা, কলীগঞ্জ
|
![]() টিন পেয়ে রবিউল ইসলাম জানান, স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে পুরাতন মাটির তৈরি ঝুপড়ি ঘরে বসবাস করছিলাম। বর্ষা এলেই আমাদের সারা রাত জেগে থাকতে হয়। গত আট বছর হলো আমি সরকারি ঘর পাওয়ার জন্য চেষ্টা করেছি কিন্তু পায়নি। সম্প্রতি আমার এমন অবস্থার কথা জানতে পেরে সাবেক চেয়ারম্যান গোলাম রসুল নিজে বাড়িতে এসে টিন দেওয়ার আশ্বাস দেন। রবিউল ইসলাম পাতবিলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল জানান, রবিউল বাসস্থানের অভাবে কষ্টে আছে এমন সংবাদ জেনে নিজে তার বাড়িতে দেখতে যায়। তাদের অবস্থা দেখে খুব কষ্ট লাগে। এরপর বুধবার ঘর তৈরির প্রয়োজনীয় ৩৩ পিচ টিন তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসি। আজকালের খবর/এএইস |