শিরোনাম: |
ইসলামপুরে চেয়ারম্যান প্রার্থীর মাস্ক বিতরণ
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর)
|
![]() এসময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। মাস্ক বিতরণ কালে সভারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক, কাছিমার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলাইমান হক, মোহাম্মদপুর যুব উন্নয়ন ক্লাবের সভাপতি আ. জলিল, সহসভাপতি বিপুল মিয়া, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেকসহ অন্যরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ এম এ রহুল আমিন এক সাক্ষাৎকারে জানান, ইউনিয়নের সভার চর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবার মৃত্ আবুল হোসেন ও বানেছা বেগম দম্পত্তির তিনি। ছোটবেলা থেকে গ্রামেই সাধারণ মানুষের সঙ্গে থেকে বড় হয়েছেন। ১৯৯৬ সালে থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ৯৬ থেকে ২০০১ পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের সদস্য,২০০৪ থেকে ২০১০ পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,২০১২ থেকে অধ্যবধি পর্যন্ত ইউনিয়ন যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, ২০১৭ থেকে অদ্যাবধি উপজেলা তাতী লীগের সহসভাপতি, জেলা তাতী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি গোয়ালের চরের বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি চরাঞ্চলে শিক্ষার মান বৃদ্ধির লক্ষে বিএম কলেজ স্থাপন করেছেন। তিনি আরো জানান, দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতি করে আসছি । বাকি জীবনটাও এই দলের কর্মী হিসাবে থাকতে চাই। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। তার আদর্শ বুকে ধারণ করে পথ চলতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে আগামীর নেতৃত্বে ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করছি। আজকালের খবর/এসএম |