শিরোনাম: |
শ্যামপুরে ডিএসসিসি’র অভিযান
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অনুরোধে বন্ধ হলো কয়েক শ’ দোকান
আহমেদ তেপান্তর
|
![]() শ্যামপুর শিল্প এলাকায় ডিএসসিসি’র অঞ্চল -১০ এর নির্বাহী কর্মকর্তা মামুন মিয়ার অভিযান। ছবি- আজকালের খবর তিনি মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮ নং ওয়ার্ডে এক ঘটিকা অভিযান পরিচালনা করেন। মামুন মিয়া ঘণবসতিপূর্ণ শ্যামপুর বড়ইতলা, বউ বাজার এবং শিল্প এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় কাউন্সিলরের লোকজন এবং সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। ![]() শ্যামপুর শিল্প এলাকায় ডিএসসিসি’র অঞ্চল -১০ এর নির্বাহী কর্মকর্তা মামুন মিয়ার অভিযানে বন্ধ হচ্ছে দোকান। ছবি- আজকালের খবর অভিযানে মামুন মিয়া জরিমানার বদলে করোনা পরিস্থিতি উন্নয়নে সরকারি নির্দেশ পালনে সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি পথচারীদের উদ্দেশ্যে মাস্ক পড়ার গুরুত্ব তুলে ধরেন। ব্যবসায়ীবৃন্দ নির্বাহী কর্মকর্তার অনুরোধে সাড়া দিয়ে তার উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে দোকানপাট বন্ধ করে দেন। ![]() শ্যামপুরে আজ মঙ্গলবার মামুন মিয়ার দোকান বন্ধের অনুরোধে সাড়া দেন ব্যবসায়ীরা। ছবি - আজকালের খবর পরে আজকালের খবরকে মামুন মিয়া বলেন, দেখুন জরিমানা করা যেত কিন্তু তাতে তো আর সব সমস্যার সমাধান হতো না। বরং এই ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাস্থ্যগত দিক বুঝিয়ে দোকানপাট না খোলার জন্য অনুরোধ জানিয়েছি। আশা করছি তারা চলমান করোনার প্রকোপের ভয়াবহতা বুঝতে তারা সক্ষম হবে এবং সরকারকে সহযোগিতা করবে। আমি পর্যবেক্ষণ করবো, এরপরে যদি তারা দোকানপাট খোলে তাহলে জরিমানা করা হবে। আজকালের খবর/আতে |