শিরোনাম: |
মুক্তি পেল বঙ্গবন্ধুকে নিয়ে কলকাতার রূপঙ্করের গান
আনন্দমেলা প্রতিবেদক
|
![]() রুপঙ্কর বাগচী তাদের উদ্যোগে ৭টি দেশ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ বিশেষ গান করা হচ্ছে। বিষয়টি ইতিমধ্যে বেশ সমাদৃত হয়েছে। তাদের সেই চিন্তার ফসল কাগুজে নয় সেটা প্রমাণিত হলো ১ মার্চ। এদিন তাদের প্রজেক্টের প্রথম গানটি প্রকাশ হলো। ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার খ্যাতিমান কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচি। এতে তার সহশিল্পী কানাডা প্রবাসী ফারহানা শান্তা। জি সিরিজের ব্যানারে প্রকাশিত গানটির ভাবনা ও কথা শুভদীপের। সুর ও সংগীতায়োজন করেছেন চিরন্তন ব্যানার্জি। ভিডিও নির্মাণ করেছেন অজয় মণ্ডল। গানটির মুখ- ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু মুজিবুর/ তোমার দু’চোখে দেখা স্বপ্ন এ বুকে নিয়ে আমি চলি দূর-বহুদূর’ রূপঙ্কর বাগচি বলেন, ‘বঙ্গবন্ধু বিশ্ব ইতিহাসে একজন উল্লেখযোগ্য নেতা। তার মতো মহান ব্যক্তিকে নিয়ে সৃষ্ট গানে কণ্ঠ দিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।’ আজকালের খবর/আতে |