শিরোনাম: |
সিনেমা নির্মাণে ‘প্রেম পিয়াসী’খ্যাত রেজা হাসমত
আহমেদ তেপান্তর
|
বিপাশা কবিরের সেলফিতে প্রেম পিয়াসীখ্যাত নির্মাতা রেজা হাসমত দীর্ঘদিন পর লাইট-ক্যামেরা-অ্যাকশন বলতে পেরে উচ্ছ্বসিত স্বয়ং রেজা হাসমতও। এজন্য তিনি সংকট উত্তরণে ভূমিকা নেওয়া শাপলা মিডিয়ার সেলিম খানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সহকর্মী পরিচালক শাহীন সুমনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে বিভিন্ন সেট থেকে টেকনিশিয়ানসরা আজকালের খবরকে জানিয়েছেন, অন্যান্য সেটেও কাজ চলছে সমানতালে, তবে রেজা হাসমতের কাজের ধরনটাই বলে দেয় তিনি এহতেশাম-আজিজুর রহমানের যোগ্য সহকারী ছিলেন। তিনি কলা-কুশলীদের থেকে শতভাগ আদায় করে নিচ্ছেন। এ ছবি দিয়ে বিপাশা তার জাত চেনাবেন বলেও তাদের অভিমত। বিপাশার মতও একই, তিনি বলেন, রেজা স্যার আমার ভেতরের আমিকে বের করে আনছেন; যা আমি ইতিপূর্বে কাউকে দেখিনি। আমি যা ডেলিভারি দিতাম তাতে সবাই খুশি থাকতো। এতে করে এক ধরনের সীমাবদ্ধতা তৈরি হয়েছিলো আমার মধ্যে কিন্তু রেজা হাসমত স্যার বুঝিয়ে দিলেন আমি আরও বেটার কিছু দিতে পারি। আমি কৃতজ্ঞ স্যারের কাছে। প্রয়াত সালমান শাহ ও শাবনূর অভিনীত শেষ ছবি ছিল প্রেম পিয়াসী। ছবিটি পরিচালনা করেছিলেন রেজা হাসমত এ ব্যাপারে রেজা হাসমতের বক্তব্য, এটা আমার জন্য চ্যালেঞ্জের। যেহেতু আল্লাহর রহমতে অনেকদিন পর শুরু করলাম, তাই শতভাগ দিয়েই কাজটা শেষ করে দর্শকের কাছে উপস্থাপন করতে চাই। চাপ অনুভব করছেন কিনা জানতে চাইলে সালমান শাহ অভিনীত প্রেম পিয়াসীর এই নির্মাতা জানান, এক প্রকার প্রচ্ছন্ন চাপ আছে, তবে সেটা নির্মাণে নয় বরং দর্শক চাইবে প্রেম পিয়াসীকে ভাঙতে পারি কি না তা দেখতে। এতটুকু বলি যে বিপাশাকে দর্শক দেখেছে, এ ছবির মধ্য দিয়ে দর্শক ভিন্ন বিপাশাকে দেখবে। রেজা হাসমত তার ক্যারিয়ারে ‘প্রেম পিয়াসী’ ছাড়াও ‘গৃহবধূ’ এবং ‘বিষের বাঁশী’ নির্মাণ করেছেন। আজকালের খবর/আতে |