শিরোনাম: |
কোটালীপাড়ায় বঙ্গবন্ধু ক্রিকেট টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কামরুল হাসান, কোটালীপাড়া
|
![]() মঙ্গলবার কোটালীপাড়া পাবলিক ইনিস্টিটিউশন মডেল স্কুল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করেন কোটালীপাড়া পৌরসভা। খেলায় আটটি দল অংশগ্রহণ করে এর মধ্যে ফাইনাল খেলায় শহীদ কামরুজ্জামান আমতলী একাদশ ৯৯ রানের ব্যবধানে শহীদ তাজউদ্দিন আহম্মেদ রাধাগঞ্জ একাদশকে হারিয়ে শিরোপা অর্জন করে। খেলা শেষে পৌর মেয়র কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান মিয়া হানিফুজ্জামান, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, কুশলা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, মারুফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক লাভলু শেখ, কাউন্সিলর আশরাফ উজ্জামান ঝন্টু, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সুমন, বঙ্গবন্ধু ক্রিকেট টুনার্মেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নিয়াজ মোর্শেদ হিরো উপস্থিত ছিলেন আজকালের খবর/এএইস |