শিরোনাম: |
সিলেটে তেলের সঙ্কট না মিটলে ধর্মঘটের হুঁশিয়ারি
সিলেট ব্যুরো
|
![]() তারা বলেন, গত কয়েক মাস ধরে সিলেটে জ্বালানি তেলের সংকট রয়েছে। কিন্তু, সংকট নিরসনে কোন উদ্যোগই পরিলক্ষিত হচ্ছে না। সংকট নিরসনের উদ্যোগ না নিলে আগামী রবিবার থেকে তারা ধর্মঘটে যেতে বাধ্য হবেন বলে জানিয়েছেন সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জুবায়ের আহমদ চৌধুরী। একটি সূত্র জানায়, সৃষ্ট সংকট নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতকালে জুবায়ের আহমদ চৌধুরী ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস অ্যাজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেটের সভাপতি মোস্তফা কামাল, অর্থ সম্পাদক সিরাজুল হুসেন আহমদ, সহসাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সদস্য শাহেদ মোশফিকুর রহমান চৌধুরী শাহেদ, এনামুল হক রুবেল, জুবের আহমদ চৌধুরী খোকন, রিয়াদ উদ্দিন, ইউনুস মিয়া, সানওয়ার আলী ও আব্দুস কুদ্দুস তালুকদার। আজকালের খবর/এসএম |