শিরোনাম: |
সিলেটে ‘পিওএস মেশিন’ ব্যবহার বিষয়ক কর্মশালা
এসএ শফি, সিলেট
|
![]() সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম এ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় রেঞ্জাধীন জেলা সমূহে ট্রাফিক বিভাগের আধুনিকায়নে পিওএস মেশিন ব্যবহারের বিভিন্ন কলা কৌশল হাতে-কলমে শিক্ষা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (অপস এন্ড ট্রাফিক) শাহিনুর আলম খান, পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস) জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস) আসাদুজ্জামান, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার হাসান নাছের রিকাবদার, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন-নবী, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান। উক্ত কর্মশালায় পাঁচজন ট্রাফিক ইন্সপেক্টর(টিআই), আটজন পুলিশ সার্জেন্ট, চারজন টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) হাতে কলমে পিওএস মেশিন ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করেন। খুব শীঘ্রই সিলেট বিভাগের চারটি জেলায় পিওএস মেশিনের মাধ্যমে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন কার্যক্রম শুরু হবে। আজকালের খবর/এএইস |