শিরোনাম: |
অ্যান্ড্রোয়েড টিভি বক্সের ব্যবহার
মুস্তাফিজুর রহমান হেলাল
|
অ্যান্ড্রোয়েড টিভি বক্স দিয়ে কি করা যাবে? অ্যান্ড্রোয়েড টিভি হলো অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এক ধরনের স্মার্ট টিভি যাতে আপনারা প্রায় সকল ধররেন স্মার্ট সুবিধা পাবেন। যেমন- ইন্টারনেট ব্রাউজিং, ইউটিউব, নেটফিক্স, যে কোনো ওয়েব ভিডিও, ফুল এইচডি মুভি দেখা, গেম খেলা কিংবা কিছু জনপ্রিয় অ্যান্ড্রোয়েড অপ্লিকেশনও চালাতে পারবেন। অ্যান্ড্রোয়েড টিভিগুলো সচারচর টিভিগুলো থেকে অনেক বেশি ফিচার্স সমৃদ্ধ হওয়ায় এটির দাম তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে। তাই হুট করেই ঘরের টিভিটি বদলে ফেলা যায় না আর তাদের জন্যই রয়েছে অ্যান্ড্রোয়েড টিভি বক্স সুবিধা। অ্যান্ড্রোয়েড বক্স কীভাবে কাজ করে? অ্যান্ড্রোয়েড টিভি বক্স একটি সাধারণ টিভিতে ইনিস্টল করা হলে সেই বক্স থেকেই মূলত টিভিটি নিয়ন্ত্রিত হয়ে থাকে। টিভি বক্সের জন্য থাকবে সম্পূর্ণ আলাদা একটি রিমোট যা দ্বারা পুরো টিভিটি নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে মূলত অ্যান্ড্রোয়েড টিভি বক্সে থাকা সিপিইউ সব কাজ করে থাকে আপনার সাধারণ টিভিটি এখানে শুধু মনিটরের ভূমিকা পালন করে থাকে। অ্যান্ড্রোয়েড বক্সের দাম? অ্যান্ড্রোয়েড টিভি বক্স হলো এমন একটি ডিভাইস যা কিনা সাধারণ টিভিকে অ্যান্ড্রোয়েড ফিচার্সসমৃদ্ধ টিভিতে পরিণত করতে পারে আর এটির দামও একটি পরিপূর্ণ অ্যান্ড্রোয়েড টিভি থেকে অনেক কম। যেমন- সাধারণত একটি পরপূর্ণ অ্যান্ড্রোয়েড টিভির দাম হয়ে থাকে ২৫-৬০ হাজার টাকা আর একটি টিভি বক্সের দাম মাত্র ১২০০-১০ হাজার টাকা। তাই আপনার ঘরে যদি অলরেডি একটি এইচডি কিংবা ফুল এইচডি টিভি থেকে থাকে এবং সেটি যদি এখনই চট করে পরিবর্তন করা না যায় তাহলে আপনার জন্য সেরা সমাধান হলো অ্যান্ড্রোয়েড টিভি বক্স। অ্যান্ড্রোয়েড বক্সের বর্তমান দাম জেনে নিতে পারবেন অনলাইন ওয়েবসাইট বিডিস্টল.কম থেকে। https://www.bdstall.com/ আজকালের খবর/এএসএস
|