বৃহস্পতিবার ২ মে ২০২৪
পর্যটকে মুখরিত ইনানী পাথুরে বিচ
তাহজীবুল আনাম, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১, ৮:২০ PM
কক্সবাজার সমুদ্রসৈকত থেকে মাত্র ৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইনানী পাথুরে সি বিচ পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্পটে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলা নিকেতন ইনানী পাথুরে সি-বিচ। দীর্ঘ নয় মাস করোনাকালীন সময় অতিক্রমের পর পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীরা আবারো চাঙ্গা হয়ে উঠেছে। 

হোটেল মোটেল, কীটকট, শামুক, ঝিনুক, আচার, প্রসাধনী, ডাব ও অন্যান্য পণ্য সাজিয়ে যারা ব্যবসা করছেন তারা মহাখুশি। কারণ করোনার ফলে ব্যাপক লোকসানের ধাক্কা কাটিয়ে উঠে আবারো ঘুরে দাঁড়িয়েছে ব্যবসায়ীরা। স্বাভাবিক জীবন-যাপন শুরু হওয়ায় পর্যটন ব্যবসায়ীরা এখন ব্যস্ত সময় পার করছেন। 

প্রতিদিন সকাল থেকে ভাসমান ব্যবসায়ীরা দেশি-বিদেশি পর্যটকের অপেক্ষায় রকমারি পণ্য সাজিয়ে বরণের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পর্যটকদের কেনাকাটার ওপর নির্ভর করে অন্তত শত শত ক্ষুদ ব্যবসায়ীদের পরিবারের সংসার চলে ইনানী সি-বিচকে কেন্দ্র করে। 

ঝিনুক-শামুক ব্যবসায়ী আলাউদ্দীন মিটু জানিয়েছেন, দুর্ভোগ কাটিয়ে উঠে তারা স্বাভাবিক ব্যবসায় ফিরেছে। সার্বক্ষণিক বিচ পুলিশের নজরদারিতে ব্যবসায়ী পর্যটক সকলে সকাল-সন্ধ্যা নিরাপত্তার চাদরে ডাকা থাকে। তাই ইনানী সি-বিচের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে পাথুরে বিচের ওপর সাগরের জলরাশি মহামিতালী সত্যিই পর্যটকদের খুব বেশি আকর্ষণ করে।

ঢাকা মহাখালীর সারমিন ইয়াসমিন নামের এক তরুণী পর্যটক জানিয়েছেন, ইনানী সি-বিচে তিনি প্রথম এসেছেন। তিনি বলেন, বইয়ের পাতায় যা পড়েছি সত্যিই ইনানী পাথুরে বিচ তার চাইতে অধিক সুন্দর।

আজকালের খবর/এএইস








সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
স্বাগতম ২০২২, বিদায় ২০২১
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft