শিরোনাম: |
মুক্তাগাছায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন
মাহমুদুল হাসান মিলন, ময়মনসিংহ
|
![]() বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা-জনতা মঞ্চের ব্যানারে মুক্তাগাছা প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিত অনুষ্ঠিত হয়। আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য মুক্তাগাছা পৌরসভার নির্বাচনে প্রচারে সরকার দলীয় প্রার্থীর লোকজন দ্বারা অন্যান্য প্রার্থীর লোকজনকে বাধা সৃষ্টি ও মারধরের অভিযোগে এনে সুষ্ঠু ভোট গ্রহণের জোর দাবি করা হয় মানববন্ধনে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, পৌর নির্বাচনে মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা বছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খোকা, সাবেক ছাত্র নেতা আক্রাম হোসেন জনি প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও সাধারণ জনতা অংশ নেন। আজকালের খবর/এএইস |