শিরোনাম: |
আগৈলঝাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময়
সাকিব খান, আগৈলঝাড়া
|
![]() মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট জসিম উদ্দিন হায়দার। তিনি বলেন প্রধানমন্ত্রী দেশের জন্য আঠারো ঘন্টা কাজ করে। আমরা কেন চব্বিশ ঘন্টা কাজ করতে পারবোনা। তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা সম্মানিত, তাদের সম্মান দিবেন। মুক্তিযোদ্ধারা যুদ্ধকরে দেশ স্বাধীন করেছে বলে আজ আমি বরিশালে ডিসি, আপনারা বিভিন্ন পর্যায়ের অফিসার। আপনারা সকলে মুক্তিযোদ্ধাদের সম্মান দিবেন। এ সময় সভায় উপস্থিত ছিরেন, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার আবুল হাশেম, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ অধ্যক্ষ প্রফেস্যার সরদার আগবার আলী, আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপিুটি কমান্ড মুক্তিযোদ্ধা আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বাড়ে, সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ গোলাম ছারোয়ার, আগৈলঝাড়া প্রেস ক্লাব সভাপতি সরদার হারুন রানা, বাকাল ইউনিয়ন পরিষদ চেয়াম্যান বিপুল দাস, গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চেয়াম্যান শফিকুল হোসেন টিটু, রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ইলিয়াস তালুকদার, বাগধা ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, রাত্নপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান গোলাম মোস্তফা সরদারসহ উপজেলার বিভিন্ন অফিসার। আজকালের খবর/এএইস |