প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৬:৫২ PM আপডেট: ২৯.১১.২০২৪ ৭:২৬ PM
হঠাৎ করেই মধ্যরাতে বিয়ের খবর জানালেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। সবার কাছে দোয়াও চেয়েছেন মাতৃভক্তিতে অনন্য নজির স্থাপনকারী কেয়া। ২৮ নভেম্বর দুই পরিবারের উপস্থিতির মাধ্যমে এই বিয়ে সম্পন্ন হয়।
তবে স্বামীর পরিচয় বা স্থিরচিত্র শেয়ার করেননি এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য কেয়ার বরের নাম এসেছে মোস্তাক কিবরিয়া বলে এক ব্যবসায়ীর।
এদিকে বিয়ের খবরে কাছের মানুষদের কাছ থেকে অভিনন্দন পাচ্ছেন কেয়া। ঘনিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই কেয়া তার মা ও পরিবারের পাশে ছিলেন। যে কারণে বিয়েটা ঠিক সময় মতো হয়নি। তাই অসুস্থ মায়ের কথা রাখতেই বিয়ের পিড়িতে বসেন তিব্বত স্নোখ্যাত এই মডেল অভিনেত্রী।
গণমাধ্যমে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কেয়া বলেন, ‘হঠাৎ করেই পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছে আমাদের। মা ও বোন অসুস্থ থাকার কারণে ঘরোয়া আয়োজনেই বিয়েটা হয়েছে। পরবর্তী সময়ে ঘটা করে আয়োজন করার ইচ্ছা আছে।’
উল্লেখ্য, মাত্র ১৪ বছর বয়সে আমিন খানের বিপরীতে ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন কেয়া। এটি নির্মাণ করেছেন মনতাজুর রহমান আকবর। এরপর টানা ডজন দুয়েক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
চলচ্চিত্রে মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস আর শাকিব খানের মতো হিরোদের বিপরীতে অভিনয় করেছেন কেয়া।
কিন্তু নায়িকার ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায়, ঠিক তখনই সিনেমা থেকে অন্তরালে চলে যান কেয়া। পরবর্তী সময়ে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে আলোচিত সিনেমা ‘কাঠ গোলাপ’।
আজকালের খবর/আতে