সোমবার ৯ ডিসেম্বর ২০২৪
গ্রাহকের তথ্য এআইকে দিচ্ছে মাইক্রোসফট?
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১১:৩৩ AM
বিশ্বসেরা প্রযুক্তি সংস্থা ও প্রতিষ্ঠানগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স—এআই কাজে লাগিয়ে পরিষেবা আরও উন্নত করার চিন্তা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্ব যখন বুঁদ হয়ে আছে তখন এর নেতিবাচক দিকও সামনে আসছে। 

মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট নাকি গ্রাহকদের তথ্য ব্যবহার করে এআইকে প্রশিক্ষণ দিচ্ছে! সংবাদ সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে।

মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ্লিকেশন- যার অন্তর্ভুক্ত ওয়ার্ড ও এক্সেল, সেই তথ্য ব্যবহার করা হচ্ছে এআই মডেলকে শিক্ষিত করতে। 
সম্প্রতি সোশাল মিডিয়া ইউজাররা উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থার ‘কানেক্টেড এক্সপিরিয়েন্স’ ফিচারটি নিয়ে। 

দাবি করা হয়েছে, সম্ভবত ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হচ্ছে এআই মডেলকে প্রশিক্ষিত করতে। কিন্তু এই ধরনের সমস্ত দাবি নস্যাৎ করে দিচ্ছে মাইক্রোসফট।

তারা বলছে ভুল বোঝাবুঝির সৃষ্টিই হয়েছে ‘কানেক্টেড এক্সপিরিয়েন্স’ ফিচারটি নিয়ে। কিন্তু এই ফিচার ইউজারদের তথ্য নিচ্ছে না। বরং অনলাইন ইমেজ সার্চ অথবা ইন্টারনেটে লভ্য তথ্যই তারা কাজে লাগাচ্ছে বলে দাবি করা হয়।

আগে কেন জানায়নি মাইক্রোসফট? 

২০২৪ সালের ২১ অক্টোবরে প্রকাশিত মাইক্রোসফটের এক ‘লার্নিং ডকুমেন্ট’ থেকেই এই বিষয়ে ভুল বোঝাবুঝির সূচনা। বলা হয়েছিল, নানা সূত্র থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে কাজে লাগালেও সেখানে বাদ রাখা হয়েছে ট্রেনিং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস তথা এলএলএমকে। 

রয়টার্সকে মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, এই দাবি একেবারেই অসত্য। মাইক্রোসফট ক্রেতাদের তথ্য ব্যবহার করে না।


আজকালের খবর/এমকে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ শুরু হচ্ছে কাল
আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ বুধবার
আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ বুধবার
ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার
সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বৃদ্ধকে বিয়ে, ফুলশয্যার আগে দেনমোহর নিয়ে উধাও যুব মহিলা লীগ নেত্রী!
ফুটবল খেলাকে কেন্দ্র করে ইবিতে মারামারি
হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন প্রেস সচিব
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft