সোমবার ৯ ডিসেম্বর ২০২৪
১৫ জুলাই জাবিতে ছাত্রলীগের সশস্ত্র হামলার সমর্থনকারী আটক
জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৬:১৯ PM আপডেট: ২৮.১১.২০২৪ ৬:২১ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত ১৫ জুলাই রাতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় সমর্থনকারী একজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সোপর্দ করে সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় মীর মশাররফ হোসেন হলে তার জিনিসপত্র নিতে আসলে তাকে আটক করে প্রক্টরের হাতে তুলে দেয়। 

আটক শিক্ষার্থী ফয়সাল আলিম আলফা, তিনি গণিত বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলে অবৈধভাবে অবস্থান করে আসছিলেন। 

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা জানা যায়, ১৫ই জুলাই হামলার পর থেকে জুলাই গণঅভ্যূত্থানকে দমানোর জন্য আলফা ক্রমাগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে আসছে। এছাড়া তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে ফেসবুকে বিভিন্ন ফেইক আইডি খুলে আন্দোলনকরীদের হুমকি দেন আন্দোলনকে থামানোর জন্য। এছাড়া নিজ জেলার সাংগঠনিক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের কার্যকরী সদস্য পদে এখনো বহাল রয়েছে। 

শিক্ষার্থীরা আরো জানান, আটক আলফা হলে মাদক সেবন ও মাদক সিন্ডিকেটের সদস্য ছিল। আটক করে মীর মশাররফ হোসেন হলের গেস্ট রুমে নিয়ে এসে প্রক্টরকে ফোন দেওয়া হয়। 

এরআগে, ৫ই আগস্টের পর থেকে বলা হয় যেন হলের এদিক না আসে। এরপর সে কথা না শুনে হলের সামনে কয়েকবার আসে এবং হলে থাকা শুরু করে। তার এই আসা এবং হলে থাকা সন্দেহজনক মনে হয়েছে। এছাড়া ৫৩ ব্যাচের উসকানিমূলক কাজে জড়িত থাকার কারণে তাকে আটক করে গেস্ট রুমে নিয়ে আসা হয়। 

মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহমুদুর রহমান বলেন, আলফার বিরুদ্ধে এর আগেও অভিযোগ পেয়েছি। জুলাইয়ের হামলার সমর্থনকারী হিসাবে থাকায় শিক্ষার্থীদের তোপের মুখে আলফা হল ত্যাগ করে। পরবর্তীতে আলফা আবারও আসলে শিক্ষার্থীরা তাকে আটক করে ও গেস্টরুমে রাখে এবং বিষয়টি আমাকে জানায়। পরে সাথে সাথে প্রক্টর অফিসে জানানো হয়।

এ ব্যাপারে সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক বলেন, সাড়ে ৩টার দিকে ফোন পেয়ে আমরা এখানে আসি। এখন আমরা নিরাপত্তা অফিসে নিয়ে যাচ্ছি। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/ওআর








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ বুধবার
আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ বুধবার
ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার
সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
জবিতে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বৃদ্ধকে বিয়ে, ফুলশয্যার আগে দেনমোহর নিয়ে উধাও যুব মহিলা লীগ নেত্রী!
ফুটবল খেলাকে কেন্দ্র করে ইবিতে মারামারি
হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন প্রেস সচিব
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft