সোমবার ৯ ডিসেম্বর ২০২৪
সেই ‘অগ্রাধিকার নোটিশ’ থেকে সংশোধনী নোটিশ, যা বললেন ইবি হল প্রভোস্ট
রবিউল আলম, ইবি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৫:৫৯ PM আপডেট: ২৮.১১.২০২৪ ৬:১৫ PM
‌‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে’ উল্লেখ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে আবাসিকতার জন্য অনাবাসিক শিক্ষার্থীদের আহ্বান করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখা দিলে তড়িঘড়ি করে সংশোধনী নোটিশ দিয়েছেন হল প্রভোস্ট। 

গত মঙ্গলবার শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শহীদ জিয়াউর রহমান হলে ২৭ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে আবাসিকতার আবেদন আহ্বান করা যাচ্ছে। ফরম বাবদ দুইশত টাকা হলের ৬১৪ নং একাউন্ট নম্বরে জমা দিয়ে হল অফিস থেকে ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে হল অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।

আগের নোটিশ ও সংশোধনী নোটিশ

আগের নোটিশ ও সংশোধনী নোটিশ

পরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে’ অংশটি কেটে দিয়ে আজ বৃহস্পতিবার সংশোধনী বিজ্ঞপ্তিটি দেয় হল প্রভোস্ট। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, বিজ্ঞপ্তির বিষয়ে আমি অবগত ছিলাম না। এটা তো আরেক বৈষম্য। ওনি অন্তত আমারে জানাতে পারতো। আমাদের কখনোই এমন কোনো দাবি বা চাওয়া ছিল না, আগামীতেও থাকবে না। আন্দোলন করেছি বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে। সেই লক্ষ্য নিয়ে কাজ করতে চাই।

এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন বলেন, আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে জুলাই অভ্যুত্থানের চেতনা থেকেই আগে একটা খসড়া কপি ছিল তা প্রিন্ট করে টাঙানো হয়েছে। কেউ চাপে বা প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্তে এমন করা হয়নি। এটা শুনার সাথে সাথে সংশোধনী নোটিশ দিয়েছি।

আজকালের খবর/ওআর








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
যুদ্ধে ইউক্রেনের ৪৩ হাজার সেনা নিহত: জেলেনস্কি
সাঁড়াশি অভিযান ছাড়া উপায় নেই: ইফতেখারুজ্জামান
ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
বিচার বিভাগ ও দুদক শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আইন উপদেষ্টা
পদ্মায় ঢাকা-দিল্লির পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক চলছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বৃদ্ধকে বিয়ে, ফুলশয্যার আগে দেনমোহর নিয়ে উধাও যুব মহিলা লীগ নেত্রী!
ফুটবল খেলাকে কেন্দ্র করে ইবিতে মারামারি
হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
গভীর রাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন, মা ও চাচি নিহত
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft