সোমবার ৪ নভেম্বর ২০২৪
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
বিদেশি বিনিয়োগ কমেছে ৮.৮ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৭:৩৮ PM
দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ ভাটা পড়েছে। ২০২৩ অর্থবছরের তুলনায় ২০২৪ অর্থবছরে সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে ৮ দশমিক ৮০ শতাংশ। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এই বিষয়টি ওঠে এসেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২৪ অর্থবছর শেষে নেট বিদেশি বিনিয়োগ হয়েছে এক দশমিক ৪৭ বিলিয়ন ডলার, ২০২৩ অর্থবছর শেষে যা ছিল এক দশমিক ৬১ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে কমেছে ১৪২ মিলিয়ন ডলার। মূলত বিদেশ থেকে যত বিনিয়োগ আসে এবং সেই সময়ে আগের বিনিয়োগের অর্থ পরিশোধ করার পর বিয়োজন করলে যা অবশিষ্ট থাকে, সেটাই নেট বিনিয়োগ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সরাসরি বিদেশি বিনিয়োগ সবচেয়ে বেশি এসেছে টেক্সটাইল খাতে। পরের অবস্থানে ছিল ব্যাংকিং, ফার্মাসিটিক্যাল ও জ্বালানি খাত।

অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, গত কয়েক বছর ধরেই অর্থনীতিতে নানা রকমের সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। তাতে অনেক কারণেই কমেছে বিদেশি বিনিয়োগ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় সরাসরি বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেন। তিনি বলেন, এ বছর নির্বাচন থাকার কারণে বিদেশি বিনিয়োগ কমেছে। কারণ নির্বাচনের আগে ও পড়ে দেশের রাজনৈতিক অবস্থার অবনতি ঘটে। এ বিষয়গুলো বিদেশি বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ করে।

২০২২ সালের মাঝামাঝি সময় থেকেই ডলার সঙ্কট শুরু হওয়ার পর টাকার দরপতনও একটি কারণ বলে মূল্যায়ন করেন এই ব্যাংকার। বলেন, বিদেশিরা বিনিয়োগ করে আবার সেটা ফেরত পাবে কিনা সেই বিষয়গুলোও বিবেচনায় রাখেন। গত এক বছরে বাংলাদেশের ব্যাংকিং খাতের নেতিবাচক চিত্রও বিনিয়োগে অনাস্থার একটি কারণ বলে মনে করেন তিনি। ইন্টারন্যাশনাল রেটিং এজেন্সিগুলো আমাদের দেশের ব্যাংকিং সেক্টরের ঋণমান অবনমন করায় বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে আমাদের ক্রেডিট লাইন সীমা কমে গিয়েছে। এটাও অন্যতম কারণ। চলতি বছর বাংলাদেশের ঋণমান সূচক কমিয়ে দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ। 

রেটিং নেতিবাচক করার কারণ হিসেবে বলা হয়, রিজার্ভ কমে যাওয়া এবং ডলারের সরবরাহ সঙ্কট বাংলাদেশের বিদেশি ঋণ পরিশোধের মতো বাহ্যিক বিষয়গুলোকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলেছে। গত এক বছরে যুক্তরাষ্ট্রের আরেক রেটিং এজেন্সি মুডিস, এসঅ্যান্ডপি (স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস) ঋণমানের অবনমন করেছে। চলতি বছর জুলাইতে বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেটিং বা ঋণমান সূচক অবনমন করে ‘বি প্লাস’ করেছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল। সংস্থাটি ঋণমান কমার প্রধান কারণ হিসেবে বলছে, বাংলাদেশের বৈদেশিক অর্থায়নের চাহিদার চাইতে জোগান কম। বৈদেশিক লেনদেন স্থিতিশীল নয়। অর্থাৎ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার জোগানের যা চাহিদা তা রেমিটেন্স ও রপ্তানির মাধ্যমে যা আয় হয় তার চাইতে অনেক বেশি। এতে বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এটি চাপ তৈরি করেছে অর্থনীতিতে। 

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি সামির সাত্তার মনে করেন, বিদেশি বিনিয়োগকারী যেমন কম বিনিয়োগ করছেন, ঠিক সেইভাবে দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীরাও সতর্কতা অবলম্বন করছেন। সব কিছুরই খরচ বেড়েছে। আবার এই বিনিয়োগ পরিশোধ করতে হয় ডলারে। ডলার দর বাড়লে সেটা ব্যবসায়ীরা বিপাকে পড়েন। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩ সালের জুলাই মাসে ডলারের দাম ছিল ১০৮ টাকা ৪০ পয়সা, বর্তমান দর ১২১ টাকা। এক বছরে দাম বেড়েছে ১০ শতাংশের বেশি।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চলতি বছর ডলার দর নির্ধারণ করার জন্য 'ক্রলিং পেগ' পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ডলারের দর অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। তাই ডলার বাজার আগের মতো অস্থিতিশীল নয়। ধীরে ধীরে এ বাজারকে স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

আজকালের খবর/ওআর








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
অবশেষে সংস্কার হলো পূর্বধলায় মেঘশিমুল-ভিকুনীয়ার রাস্তা
সেন্টমার্টিন নিয়ে অহেতুক পানি ঘোলা করা হচ্ছে: রিজওয়ানা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু আজ
খালেদা জিয়াকে লন্ডন নিতে চলছে জোর প্রস্তুতি
বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বইমেলায় প্যাভিলিয়ন পদ্ধতি বাতিল ও স্টল ভাড়া ৫০ ভাগ কমানোর দাবী
তারেক রহমানের নেতৃত্বে ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়বো: আমিনুল হক
জাবিতে একচল্লিশ দফা দাবি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিবির শাখা
সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ
বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না: ফখরুল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft