সোমবার ৪ নভেম্বর ২০২৪
চার বছরের বিল মওকুফের দাবি
নারায়ণগঞ্জে গ্যাস সংকট সমাধান না হলে সড়ক অবরোধের হুঁশিয়ারি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৭:০১ PM
নারায়ণগঞ্জের বন্দরের দড়ি সোনাকান্দা এলাকায় গ্যাস সংকট নিরসনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধনে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা প্ল্যাকার্ড হাতে অংশ নেন। 

দড়ি সোনাকান্দা বৃহত্তম পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল হোসেনের সভাপতিত্বে ও দড়ি সোনাকান্দা জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- নাসিকের ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সাবেক নারী কাউন্সিলর শিউলী নওশাদ, বায়তুস সালাত জামে মসজিদের সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন প্রমুখ। 

মানববন্ধনে নুরুল হোসেন বলেন, আমাদের এলাকায় ১৯৭২ সাল থেকে গ্যাসের লাইন রয়েছে। কিন্তু গত চার বছর ধরে আমরা ১৯ ও ২০নং ওয়ার্ডবাসী গ্যাস পাচ্ছি না। যদি গ্যাস না দিতে পারেন তাহলে আমরা বিল দিব কেন। আমরা গত চার বছরের গ্যাস বিল মওকুফ চাই। গ্যাস না থাকার কারণে আমাদের লাকড়ির চুলা নয়তো সিলিন্ডার ব্যবহারে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের। 

সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ বলেন, বন্দরের সব এলাকায় গ্যাস থাকলেও ১৯ ও ২০নং ওয়ার্ডবাসী বৈষম্যের শিকার হচ্ছি। যদি আমাদের গ্যাস না দিতে পারেন তাহলে আমরা বিল দিব কেন। যদি গ্যাস সমস্যা সমাধান না করেন তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। আমরা এলাকার সব মিল-ফ্যাক্টরি বন্ধ করে রাস্তায় নামবো।

সাবেক নারী কাউন্সিলর শিউলী নওশাদ বলেন, দীর্ঘ চার বছর ধরে নাসিকের ১৯ ও ২০নং ওয়ার্ডবাসী গ্যাস সংকটে দুর্ভোগে রয়েছেন। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন নারীরা।

আজকালের খবর/ওআর








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার
সোহেল তাজকে ফোন করলেন প্রধান উপদেষ্টা
অবশেষে সংস্কার হলো পূর্বধলায় মেঘশিমুল-ভিকুনীয়ার রাস্তা
সেন্টমার্টিন নিয়ে অহেতুক পানি ঘোলা করা হচ্ছে: রিজওয়ানা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু আজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বইমেলায় প্যাভিলিয়ন পদ্ধতি বাতিল ও স্টল ভাড়া ৫০ ভাগ কমানোর দাবী
তারেক রহমানের নেতৃত্বে ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়বো: আমিনুল হক
জাবিতে একচল্লিশ দফা দাবি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিবির শাখা
সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ
বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না: ফখরুল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft