বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবিতে পূর্বধলায় জামায়াতের প্রতিবাদ সমাবেশ
পূর্বধলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৭:১৪ PM
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকায় তৎকালীন আওয়ামী লীগের প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে ১৮ বছর পর নেত্রকোনার পূর্বধলায় প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জামায়াত ইসলামী বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ২টায় স্টেশন রোডস্থ হেলিপ্যাড মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। 

পূর্বধলা উপজেলা কর্মপরিষদ সদস্য মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় পূর্বধলা উপজেলা শাখার আমীর মাহফুজুল হক খান নয়ন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমদ হারিছ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও পূর্বধলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাছুম মোস্তফা, নেত্রকোনা পৌর শাখার আমীর মোঃ নিজাম উদ্দিন। 

অন্যদের মাঝে বক্তব্য রাখেন- পূর্বধলা উপজেলা শাখার নায়েবে আমীর জয়নাল আবেদীন, জামায়াত নেতা মঞ্জুরুল হক, ময়মনসিংহ শ্রমিক কল্যাণ কতোয়ালি শাখার সম্পাদক মন্ডলীর সদস্য আজমল হোসেন খান, পূর্বধলা উপজেলা কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, হাফিজ উদ্দিন, হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা সদর ইউনিয়ন শাখার সভাপতি তাজুল ইসলাম বাবুল, হোগলা ইউনিয়ন শাখার সভাপতি এমদাদুল হক বাচ্ছু, ঘাগড়া ইউনিয়ন শাখার সভাপতি শাহাদাত হোসেন টুটুল, ধলামূলগাঁও ইউনিয়ন শাখার সভাপতি এমদাদুল হক, বিশকাকুনী ইউনিয়ন শাখার সভাপতি সুরুজ্জামান, বৈরাটি ইউনিয়ন শাখার সভাপতি আবুল হাসনাত, পূর্বধলা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ। 

এসময় পূর্বধলা উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা বলেন- স্বৈরাচারী খুনি হাসিনা সরকার জামায়াত শিবিরকে নির্মূল করার জন্য হামলা, মামলা, জেল, জুলুম, হুলিয়া, লুঠপাট, অত্যাচার, নির্যাতন, গুম, খুন অপহরনের মতো মানবতাবিরোধী অপরাধ কর্মকান্ড চালিয়ে ছিল। এরপরও জামায়াত শিবিরের আন্দোলনকে স্তব্ধ করতে না পেরে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষনা করেছিল, দেশের ছাত্র-জনতা গণ অভ্যূত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠানোর পর দেশের জনগণ আজ আওয়ামী লীগকেই নিষিদ্ধ ঘোষনা করেছে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের
পাকিস্তানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি মোদির
মার্চে সড়ক দুর্ঘটনায় ৬১২ জন নিহত, আহত ১২৪৬: যাত্রী কল্যাণ সমিতি
হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভবন নির্মাণের দাবিতে জাবিতে মানববন্ধন
নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন
৩১ দফা বাস্তবায়নই হবে বিএনপির ওপর নির্যাতনের প্রতিশোধ: তারেক রহমান
মিয়ানমার সীমান্তের ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়
কক্সবাজারে র‍্যাবের অভিযানে জালনোট কারখানা শনাক্ত, আটক ২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft