প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪৬ PM
চট্টগ্রাম কলেজে ছাত্রশিবিরের হামলায় পাঁচ কর্মী আহতের অভিযোগ করেছে ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদল কর্মীরা হলেন- সাইফুল করিম আরিয়ান, শরীফুল ইসলাম আবীর, নাঈম ভূইয়া, শোয়াইবুল ইসলাম ও আশরাফ। তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী বলেন, ‘সম্প্রতি বেশ কয়েকদফা আমাদের কর্মীদের ওপর হামলা করেছে ছাত্রশিবিরের কর্মীরা। কলেজে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে ছাত্রদল সন্দেহে মারধর করে এবং ক্যাম্পাস থেকে বের করে দেয়। পরে এ বিষয়ে আমরা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জানাতে গেলে আবারও হামলা হয়।’
সাফরাশ নুরী আরও বলেন, ‘শিবির সবসময় কলেজে লুকিয়ে লুকিয়ে কার্যক্রম চালায়। তাদের কোনো কমিটি আছে কিনা তাও কেউ জানে না। আমরা এই বিষয়ে আইনি ব্যবস্থা নেব।’
আজকালের খবর/ওআর