বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
স্বল্প খরচে উৎপাদিত পণ্য রপ্তানিতে বাংলাদেশের কাছে হেরে যাচ্ছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৯ PM আপডেট: ০৪.০৯.২০২৪ ৮:৪২ PM
ভারতের বৈশ্বিক বাণিজ্য তার দ্রুত বর্ধনশীল অর্থনীতির সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। স্বল্প খরচে উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে ভারত হেরে যাচ্ছে। 

গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংক এ কথা বলেছে।

বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠানটি মঙ্গলবার একটি প্রতিবেদনে বলেছে, গত এক দশকে অর্থনৈতিক বৃদ্ধি সত্ত্বেও ভারতের পণ্য ও পরিষেবার বাণিজ্য মোট দেশজ উৎপাদনের শতাংশ হিসাবে হ্রাস পাচ্ছে।

পোশাক, চামড়া, টেক্সটাইল ও পাদুকা বিশ্বব্যাপী রপ্তানিতে ২০০২ সালে ভারতের অংশীদারিত্ব যেখানে ছিল শূন্য দশমিক ৯ শতাংশ, সেখানে ২০১৩ সালে তা বেড়ে ৪ দশমিক ৫ শতাংশে পৌঁছায়-যা সর্বোচ্চ। কিন্তু বিশ্বব্যাংকের মতে, ২০২২ সালে তা কমে ৩ দশমিক ৫ শতাংশ হয়েছে। বিপরীতে, এই পণ্যগুলোর বৈশ্বিক রপ্তানিতে বাংলাদেশের অংশ ৫ দশমিক ১ শতাংশে পৌঁছেছে এবং ২০২২ সালে ভিয়েতনামের ছিল ৫ দশমিক ৯ শতাংশ।

বিশ্বব্যাংক পরামর্শ দিয়ে বলেছে, রপ্তানি বাড়ানোর জন্য এবং চীনের শ্রম-নিবিড় উৎপাদন থেকে দূরে সরে যাওয়ার সুবিধা নিতে চাইলে বাণিজ্য খরচ কমাতে হবে, শুল্ক ও অ-শুল্ক বাধা কমাতে হবে এবং বাণিজ্য চুক্তি সংশোধন করতে হবে।

বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ নোরা দিহেল নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘এটি এমন একটি ক্ষেত্র যেখানে ভারত মনোযোগ দিতে পারে।’

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগ নেতাদের ‘জামাই আদরে’ আদালতে নেওয়া হচ্ছে: রিজভী
সরকারি চাকরির আইনে আসছে সংশোধনী
ঘুস গ্রহণকালে গ্রেপ্তার ডিএসসিসির ওয়ার্ড সচিব
র‌্যাবের নতুন মুখপাত্র ইন্তেখাব
পৃথিবীকে বাসযোগ্য করতে মানুষের জন্য কাজ করতে হবে: ড. ইউনূস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন
৩১ দফা বাস্তবায়নই হবে বিএনপির ওপর নির্যাতনের প্রতিশোধ: তারেক রহমান
মিয়ানমার সীমান্তের ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়
পারভেজ হত্যা মামলায় এবার আসামি মাহাথির গ্রেপ্তার
সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে আমরা উদ্বিগ্ন: শিক্ষা উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft