শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশের জয়ে যা বললেন ইয়ান বিশপ-হার্শা ভোগলে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৬ AM
বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যেন অদৃশ্য এক বন্ধনে জরিয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার ইয়ান বিশপ। ২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের মুহূর্তটা রাঙিয়েছিলেন ক্যারিবিয়ান এই কিংবদন্তি বোলার। ধারাভাষ্য কক্ষ থেকে তিনিই বর্ণনা করেছিলেন জয়ের মুহুর্তটা। 

এবার পাকিস্তানের বিপক্ষে জয়ের পরেও দুই দফায় টুইট করেছেন সাবেক এই ফাস্ট বোলার। জনপ্রিয় এই  ধারাভাষ্যকার লিখেছেন, ‘বাংলাদেশকে অভিনন্দন পাকিস্তানের বিপক্ষে দারুণ এই টেস্ট সিরিজ জেতায়। অনেক দিন মনে রাখার মত একটি জয় এটি।’
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও জানাশোনা আছে ইয়ান বিশপের। দ্বিতীয় এক টুইটে উঠে এলো সেটাই,  ‘খেলাধুলাই আসলে সবকিছু নয়। তবে জাতির মানসিকতায় খেলার অবস্থান রয়েছে। আমি আশা করি এই জয় বাংলাদেশের মানুষের মনে আনন্দ এনে দিবে এবং তাদের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ে তাদের স্পিরিট বাড়িয়ে দিবে।’ভয়েস অব ক্রিকেট নাম কুড়ানো ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের জয়ে। টুইটারে হার্শা ভোগলে বলেন, ‘বাংলাদেশ গর্ব করার মত মুহূর্ত অল্প কিছুই পেয়েছে। ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর চেয়ে বেশি খুব একটা পায়নি। কী দারুণ ব্যাপার, তখনকার দুই বাচ্চা ছেলে সাকিব এবং মুশফিক, এবার নিজেদের ইতিহাসের সেরা টেস্ট সিরিজ জয়টা ক্রিজে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দাঁড়িয়ে থেকেই দেখল।’ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন, ভারতের কিংবদন্তি ক্রিকেটার অজয় জাদেজাও উচ্ছ্বাস দেখিয়েছেন বাংলাদেশের অসাধারণ সিরিজ জয়ের পরেই। ২য় টেস্টের ১ম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের দুর্দান্ত কামব্যাকের প্রশংসা করেছেন মাইকেল ভন। অজয় জাদেজা জানিয়েছেন অভিনন্দন। 

আজকালের খবর/ এমকে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
ঢাকা ওয়াসার এমডি হলেন ফজলুর রহমান
১ অক্টোবর থেকে বিমানবন্দর এলাকা হর্নমুক্ত ঘোষণা
বিএসএমএমইউ শিক্ষক নিপুণ গ্রেপ্তার
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে শরিক হতে প্রস্তুত বিশ্বব্যাংক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে লোদি গার্ডেনে
যুবককে পিটিয়ে হত্যা: ঢাবির ৫ শিক্ষার্থী আটক
ঢাবির হলে চোর সন্দেহে গণপিটুনি, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
সেনাবাহিনীকে সব জায়গায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ঠিক হবে না: ফখরুল
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft