বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
প্যারিস অলিম্পিকে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৪:৪৭ PM আপডেট: ০১.০৮.২০২৪ ৪:৫১ PM
ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার দ্বৈরথটা এখন জমে উঠেছে। গত দু’টি বিশ্বকাপে এই ফরাসিরা যেমন আকাশি-সাদাদের হতাশ করেছে, আবার ফ্রান্স-বাধা পেরিয়ে আর্জেন্টিনাও জিতেছে তৃতীয় সোনালি ট্রফিটা। এবার অলিম্পিকে সেই ফ্রান্সের মুখে পড়ল আর্জেন্টিনা। ছোটদের এই ফুটবল দ্বৈরথে স্বর্ণ জয়ের পথে ২ আগস্ট রাত ১টায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দু’দল। যেখানের জয়ীরা চলে যাবে সেমিতে।

অলিম্পিকে ফুটবলে আর্জেন্টিনার স্বর্ণ দুটি। আর ফ্রান্সের একটি। যার মধ্যে ২০০৪ সালে মার্সেলো বিয়েলসার আর্জেন্টিনা জিতেছিল স্বর্ণ পদক। যেটা তাদের প্রথম স্বর্ণ। সেবার প্যারাগুয়ে রৌপ্য আর ইতালি ব্রোঞ্জ পায়। আয়ালা-তেবেজদের সেই জামানা শেষে ২০০৮ সালের অলিম্পিকে দ্বিতীয় স্বর্ণ আসে আকাশি-সাদাদের। সেই আসরে মেসি-ডি মারিয়ারা ঝলক দেখান। যদিও ওই আসরে ব্রাজিল দারুণ ফুটবল খেলেছিল। কিন্তু তাদের ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়। আর নাইজেরিয়া হেরে যায় আর্জেন্টিনার কাছে।

ফ্রান্সের স্বর্ণ পদকটা এসেছিল ১৯৮৪ যুক্তরাষ্ট্র অলিম্পিকে। সেই আসরে ব্রাজিলকে হারিয়ে প্রথম স্বর্ণ জেতে তারা। এর পর আর অলিম্পিকে স্বর্ণ পদকের দেখা পায়নি দলটি। এবার তাদের দারুণ সুযোগ। কোয়ার্টারে আসার পথে তরুণ ফ্রান্স হারিয়েছে যুক্তরাষ্ট্র, গিনি আর নিউজিল্যান্ডকে। অর্থাৎ, গ্রুপ পর্বের তিন ম্যাচে তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়েই কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে ফরাসিরা। অন্যদিকে, প্রথম ম্যাচেই ধাক্কা খায় আর্জেন্টিনা। মরক্কোর সঙ্গে নাটকীয়ভাবে হেরে যাওয়ার পর ইরাক ও ইউক্রেনকে হারিয়ে পরের রাউন্ডের ছাড়পত্র পেয়ে যায়। এবার তাদের কঠিন পরীক্ষা। যদি ফ্রান্সের বাধা পেরোতে পারে, হয়তো অলিম্পিকের ফুটবল থেকে তৃতীয় স্বর্ণ পদকটাও পেয়ে যেতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার সম্ভাবনাও দারুণ। হ্যাভিয়ের মাচেরানোর দলটিতে বেশ কয়েকজন মেধাবী ফুটবলার রয়েছেন। যার মধ্যে আক্রমণভাগে চেনা মুখ হুলিয়ান আলভারেজ। ম্যানসিটিতে খেলা এবং কাতার বিশ্বকাপে নৈপুণ্য দেখানো এই ফরোয়ার্ডের দিকে তাকিয়ে থাকবে আর্জেন্টাইন সমর্থকরা। যদিও চলমান অলিম্পিকে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তার পাশাপাশি ক্লদিও এসেভেরি, থিয়াগো আলমাদাও থাকবেন সবার চোখে চোখে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের
পাকিস্তানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি মোদির
মার্চে সড়ক দুর্ঘটনায় ৬১২ জন নিহত, আহত ১২৪৬: যাত্রী কল্যাণ সমিতি
হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভবন নির্মাণের দাবিতে জাবিতে মানববন্ধন
নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন
৩১ দফা বাস্তবায়নই হবে বিএনপির ওপর নির্যাতনের প্রতিশোধ: তারেক রহমান
মিয়ানমার সীমান্তের ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়
কক্সবাজারে র‍্যাবের অভিযানে জালনোট কারখানা শনাক্ত, আটক ২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft