বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
মায়ের বুকের দুধ পায় না দেশের অর্ধেক শিশু
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ১১:২৬ AM আপডেট: ০১.০৮.২০২৪ ১১:৩৩ AM
জন্মের প্রথম ছয় মাস পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ ছাড়া এক ফোঁটা পানিও দেওয়া যাবে না। চিকিৎসকরা এমন পরামর্শ দিলেও তা মানছেন না ৪৫ শতাংশ মা। তাঁরা ঝুঁকছেন ফর্মুলা দুধের (কৌটাজাত গুঁড়া দুধ) দিকে।

বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ বিডিএইচএসের তথ্য মতে, ২০১৭-১৮ সালে ৬৫ শতাংশ শিশু মায়ের বুকের দুধ পেলেও বর্তমানে এ হার কমে হয়েছে ৫৫ শতাংশ।


এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, নগরায়ণ ও কর্মজীবী নারীর হার বেড়ে যাওয়া এবং কর্মজীবী মায়েদের জন্য সুষ্ঠু পরিবেশসহ বুকের দুধ পান করানোর পর্যাপ্ত কর্নার না থাকা।

এ অবস্থায় দেশব্যাপী আজ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হচ্ছে। ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্টফিডিং অ্যাকশনের (ডাব্লিউএবিএ) দেওয়া এ বছরের প্রতিপাদ্য হচ্ছে, ‘সকল বাধা দূর করি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি’। দিবসটি উপলক্ষে গর্ভবতী মা, শিশু ও কিশোর-কিশোরীদের মাতৃদুগ্ধ দান, মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য এবং পুষ্টিবিষয়ক অবহিতকরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


বিশেষজ্ঞরা বলছেন, শিশুর প্রথম ছয় মাস মায়ের বুকের দুধ (এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং) শিশুর অপুষ্টিজনিত সমস্যা কমায় এবং ৪৫ শতাংশ পর্যন্ত শিশুমৃত্যু কমায়। দুধ না খাওয়ালে নিউমোনিয়ায় মৃত্যুর ঝুঁকি প্রায় ১৫ গুণ বৃদ্ধি পায়। ডায়রিয়ার মৃত্যুর ঝুঁকি প্রায় ১১ গুণ বাড়ে। এ ছাড়া অপুষ্টি ও অন্যান্য কারণে মৃত্যুর ঝুঁকি প্রায় ১৪ গুণ বৃদ্ধি পায়।

বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের পরিচালক খুরশীদ জাহান বলেন, সরকারি-বেসরকারি অফিস থেকে শুরু করে অনেক কর্মস্থলে বা বাস, রেলস্টেশনে  ব্রেস্টফিডিং কর্নার না থাকায় মায়েদের ভোগান্তিতে পড়তে হয়। অথচ একজন শিশুর মানসিক ও শারীরিক বৃদ্ধি ও পুষ্টির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মায়ের বুকের দুধ। কিন্তু এ নিয়ে মায়েরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হন। তাই সব ধরনের কর্মস্থলে শিশু দিবাযত্ন কেন্দ্র এবং মাতৃদুগ্ধদানের স্থান থাকা জরুরি।

জাতীয় পুষ্টিসেবা প্রতিষ্ঠানের ডেপুটি প্রগ্রাম ম্যানেজার ডা. সুপ্তা চৌধুরী বলেন, একটা শিশুর যতটুকু পুষ্টি দরকার, তার সবটুকুই মায়ের দুধে বিদ্যমান।


আমরা বলি, প্রথম ছয় মাস পর্যন্ত শিশুকে এক ফোঁটা পানিও দেওয়া যাবে না। যখন একটা শিশু মায়ের গর্ভে থাকে তখন থেকেই তার মস্তিষ্কের বিকাশের কাজ শুরু হয়ে যায়। জন্মের পর শিশুর মস্তিষ্কে আর নতুন করে কোনো কোষ (সেল) তৈরি হয় না। একটা শিশু ১০ হাজার কোটি (১০০ বিলিয়ন) মস্তিষ্কের কোষ নিয়ে জন্মগ্রহণ করে। জন্মের পর এই কোষগুলোর মাত্র ২৫ শতাংশের যোগাযোগ বা সংযোগ থাকে নিউরনে (স্নায়ুকোষ)। বাকিগুলোর মধ্যে ৯৫ শতাংশের সংযোগ স্থাপনের কাজ জন্মের তিন বছরের মধ্যে হয়ে যায়। এই ক্ষেত্রে দেখা যায়, যারা ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খেয়েছে তারা অন্যদের তুলনায় ৩৫ শতাংশের বেশি মেধাবী হয়। তাই এখানে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে হবে।



আজকালের খবর/ এম কে








সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগ নেতাদের ‘জামাই আদরে’ আদালতে নেওয়া হচ্ছে: রিজভী
সরকারি চাকরির আইনে আসছে সংশোধনী
ঘুস গ্রহণকালে গ্রেপ্তার ডিএসসিসির ওয়ার্ড সচিব
র‌্যাবের নতুন মুখপাত্র ইন্তেখাব
পৃথিবীকে বাসযোগ্য করতে মানুষের জন্য কাজ করতে হবে: ড. ইউনূস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন
৩১ দফা বাস্তবায়নই হবে বিএনপির ওপর নির্যাতনের প্রতিশোধ: তারেক রহমান
মিয়ানমার সীমান্তের ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়
পারভেজ হত্যা মামলায় এবার আসামি মাহাথির গ্রেপ্তার
সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে আমরা উদ্বিগ্ন: শিক্ষা উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft