বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
নিহত-আহত সাংবাদিকদের দ্রুত সহায়তা দিতে হবে: ডিইউজে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৬:২৪ PM আপডেট: ৩১.০৭.২০২৪ ৬:২৯ PM
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে মিশে দেশজুড়ে বিএনপি-জামায়াতের পরিকল্পিত হামলায় নিহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহযোগিতার পাশাপাশি প্রতিটি পরিবারকে জীবন ধারণের মতো ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একইসঙ্গে আহত সাংবাদিকদের দ্রুত সময়ের মধ্যে সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

আজ বুধবার ডিইউজে নির্বাহী পরিষদের সভা থেকে এ আহ্বান জানানো হয়। ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে সভায় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় নিহত ও আহত সাংবাদিকদের তালিকা প্রকাশ করারও সিদ্ধান্ত হয়। একইসঙ্গে কোটা আন্দোলনে যুক্ত হয়ে সারাদেশে নাশকতা, নৈরাজ্য, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটতরাজের সঙ্গে জড়িতদের বিচার দাবি করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, ডিইউজের সহ-সভাপতি ইব্রাহীম খলিল খোকন, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান স্বপন, নারীবিষয়ক সম্পাদক সুমি খান, নির্বাহী পরিষদ সদস্য নাসরিন বেগম গীতি, এম শাহজাহান মিয়া, আনোয়ার সাদাত সবুজ, সাজেদা হক, রারজানা সুলতানা, সুনীতি কুমার বিশ্বাস, মুস্তফা মনওয়ার সুজন, আরটিভি ইউনিট চিফ সাইখুল ইসলাম উজ্জ্বল, ইত্তেফাক ডেপুটি ইউনিট চিফ আল মামুন, আজকালের খবর ডেপুটি ইউনিট চিফ পলাশ চন্দ্র দাশ।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের
পাকিস্তানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি মোদির
মার্চে সড়ক দুর্ঘটনায় ৬১২ জন নিহত, আহত ১২৪৬: যাত্রী কল্যাণ সমিতি
হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভবন নির্মাণের দাবিতে জাবিতে মানববন্ধন
নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন
৩১ দফা বাস্তবায়নই হবে বিএনপির ওপর নির্যাতনের প্রতিশোধ: তারেক রহমান
মিয়ানমার সীমান্তের ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়
কক্সবাজারে র‍্যাবের অভিযানে জালনোট কারখানা শনাক্ত, আটক ২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft