বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
মেয়েকে হত্যার হুমকি, আর্জেন্টিনায় ফিরছেন না ডি মারিয়া
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ১:২৭ PM
বুলেটবিদ্ধ শূকরের একটি মাথা হুমকি হিসেবে আনহেল ডি মারিয়ার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এরপর গতকাল আর্জেন্টিনার এই তারকা উইঙ্গার জানিয়েছেন, নিরাপত্তার শঙ্কা থেকেই তিনি জন্মভূমি রোজারিওতে ফিরে নিজের ক্যারিয়ারের ইতি টানবেন না।


ডি মারিয়ার জন্ম আর্জেন্টিনার রোজারিওতে। সেখানকার ক্লাব রোজারিও সেন্ট্রালের বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন। দুই মৌসুম খেলেছেন ক্লাবটির মূল দলেও। ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা ডি মারিয়া এর আগে বলেছিলেন, তিনি নিজের শৈশবের ক্লাব রোজারিওতে ফিরতে চান। রোজারিও আর্জেন্টিনার তৃতীয় বৃহত্তম শহর। সাম্প্রতিক সময়ে এ শহরে গ্যাংভিত্তিক অপরাধের বিস্ফোরণ ঘটেছে।


আর্জেন্টিনার টিভি স্টেশন ‘রোজারিও ৩’কে ডি মারিয়া বলেছেন, ‘আমাদের বোনের ব্যবসায় হুমকি দেওয়া হয়েছে, একটি বাক্সে করে শূকরের মাথা পাঠানো হয়েছে, যার কপাল বুলেটবিদ্ধ। চিরকুটও দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, আমি যদি (রোজারিও) সেন্ট্রালে ফিরি, তাহলে পরবর্তী মাথাটি হবে আমার (ছোট) মেয়ে পিয়ার।’

ডি মারিয়া এরপর বলেছেন, ‘আমি এভাবে রোজারিওতে ফিরব না। ওরা আমার পরিবারের প্রতি হাত বাড়িয়েছে, আমি কোনোভাবেই সেটা হতে দেব না।’ পরিবারের ‘শান্তি ও সুখ’ রক্ষা করার কথাও বলেছেন ডি  মারিয়া।


রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাস ও বেনফিকার মতো ক্লাবে খেলা ডি মারিয়া এর আগেও হুমকি পেয়েছেন। তাঁর পরিবার যেখানে বাস করে, সেখানে গত মার্চে একটি চিরকুট পাঠানো হয়। সেই চিঠিতেও রোজারিওর কোনো ক্লাবে যোগ দিলে ডি  মারিয়া এবং তাঁর পরিবারের জীবননাশের হুমকি দেওয়া হয়েছিল। আর্জেন্টিনার কর্তৃপক্ষ তখন বলেছিল, নিজেদের শক্তি প্রদর্শন করতে হুমকিটি দিয়েছে অপরাধী চক্র।


রোজারিও আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের শহর। সান্তা ফের গভর্নর মাক্সিমিলিয়ানো পুয়ারো এ মাসেই বলেছেন, বিখ্যাত ও বহুপরিচিত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু ডি মারিয়া ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বাসের অপেক্ষায় লোকে দাঁড়াতে পারছে না, একটি ব্যাকপ্যাকের জন্য খুন হচ্ছে কিংবা চুরি ডাকাতির শিকার হচ্ছে। রোজারিওর লোকজন কাজের জন্য বাইরেও যেতে পারে না। এমন পরিস্থিতিতে আমার নিরাপত্তা নিয়ে কথাটা অসম্মানজনক।’


আজকালের খবর/ এম কে








সর্বশেষ সংবাদ
ভুতুড়ে নগরীতে পরিণত হলো পহেলগাম
এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের
পাকিস্তানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি মোদির
মার্চে সড়ক দুর্ঘটনায় ৬১২ জন নিহত, আহত ১২৪৬: যাত্রী কল্যাণ সমিতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভবন নির্মাণের দাবিতে জাবিতে মানববন্ধন
নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন
৩১ দফা বাস্তবায়নই হবে বিএনপির ওপর নির্যাতনের প্রতিশোধ: তারেক রহমান
মিয়ানমার সীমান্তের ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়
কক্সবাজারে র‍্যাবের অভিযানে জালনোট কারখানা শনাক্ত, আটক ২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft