প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৪:৪৫ PM আপডেট: ০৮.০৭.২০২৪ ৪:৫৩ PM

সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ মিছিল করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে পুলিশি ব্যারিকেড ভেঙে গুলিস্তান অবরোধে যাচ্ছেন শিক্ষার্থীরা।
সোমবার দুপুরের পর ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’এর ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেন। মিছিলটি ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে শুরু হয়ে বাংলাবাজার, ভিক্টোরিয়া পার্ক ও রায়সাহেব বাজার হয়ে তাঁতিবাজার মোড় অবরোধ শেষে বংশালে পুলিশি বাধা ঠেলে গুলিস্তান অবরোধে এগিয়ে যাচ্ছেন।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের বারবার বাধা দিলেও তারা পুলিশের বাধা উপেক্ষা করে ফুলবাড়িয়া হানিফ ফ্লাইওভারের নিচে চলে আসে।
এ সময় শিক্ষার্থীরা কোটা বাতিল সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। যদিও এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতি সহ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়।
আজকালের খবর/বিএস