মঙ্গলবার ৯ জুলাই ২০২৪
পদত্যাগের ঘোষণা দিলেন ঋষি সুনাক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৬:৪৩ PM
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভরাডুবির পর প্রধানমন্ত্রী পদ ছাড়ার পাশাপাশি নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। শুক্রবার সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণে তিনি এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।

ঋষি সুনাক বলেন, আমি দুঃখিত। এ পরাজয়ের যাবতীয় দায় আমি স্বীকার করছি। আমি আপনাদের ক্ষোভ বুঝতে পারছি। এ সময় দল নতুন নেতা পেয়ে গেলেই তিনি পদ ছাড়বেন বলে জানান সুনাক।

তিনি বলেন, সব কনজারভেটিভ প্রার্থী, কর্মী ও সমর্থকদের যারা নির্বাচনের আগে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের বলছি- আমি দুঃখিত। আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। আপনাদের জয় উপহার দিতে পারিনি। এ ফলাফলের পর আমি টোরি নেতার পদ থেকে পদত্যাগ করব। তবে এখনই নয়। দলের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে।

সুনাক বলেন, গত ১৪ বছর ধরে সরকারে থাকার পর কনজারভেটিভ পার্টির পুনর্গঠন হওয়া খুব গুরুত্বপূর্ণ। তবে পেশাদারিত্ব ও কৃতিত্বের সঙ্গে আমরা বিরোধীদলের ভূমিকা নিতে যাচ্ছি, এটিও কম নয়।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি
খুলনায় সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কোটাবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা
ঋণমুক্ত হতে নতুন নীতিমালা, দশ শতাংশ অর্থ দিয়ে আবেদন
গাজীপুরে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চাকরি আর জিমেই ব্যস্ত সুবাহ
পেইড প্রচারণায় সিনেমার হাইপ তোলা যায় না: ইলিয়াস কাঞ্চন
পূর্বধলায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি আহমদ হোসেনের মতবিনিময়
বগুড়ায় গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা ও মেডিকেল ক্যাম্প পরিদর্শনে জিওসি ১১ পদাতিক ডিভিশন
সন্তানের চাকরির জন্য নয়, বৈষম্য দূর করতে মুক্তিযুদ্ধ করেছি: অলি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft