শনিবার ৬ জুলাই ২০২৪
মহম্মদপুরে অর্ধ শতাধিক ঘরবাড়ি ভাঙচুর, আহত ২০
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৫:৫১ PM
মাগুরা মহম্মদপুরে ব্যাপক সংঘর্ষ ও লুটপাটসহ প্রায় অর্ধ শতাধিক ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার নহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সন্ধার পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুরু হয় দু’পক্ষের হামলা, লুটপাট ও ভাঙচুর। এতে দশটি দোকান ঘর, একটি মাইক্রোবাস, মোটরসাইকেল, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটসহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে। আহতরা মহম্মদপুর, মাগুরা ও ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা যায়। 

স্থানীয়দের দেওয়া তথ্য মতে, চাকুলিয়া গ্রামের বর্তমান ইউপি সদস্য টোকন মোল্যা ও পার্শ্ববর্তি ফুলবাড়িয়া গ্রামের বর্তমান চেয়ারম্যান মো. তোয়েবুর রহমান তুরাপ সমার্থিত লোকজন এ সংঘর্ষে লিপ্ত হয়ে ভাঙচুর, লুটপাট ও হতাহতের ঘটনা ঘটায়। তবে ইউপি সদস্য টোকন মোল্যা বলেন, তুরাপ চেয়ারম্যানের লোকজন সন্ধার পরে অতর্কিত হামলা চালিয়ে আশপাশের ত্রিশ পয়ত্রিশটি বাড়িসহ আমার বাড়ি ভাঙচুর লুটপাট ও একটি মাইক্রোবাস ভেঙে তচনচ করে দেয়। এতে আহত হয়েছে দশ বারো জন। এদিকে তুরাপ চেয়ারম্যান বলেন, টোকন মেম্বারের লোকজন আমার দলের লোক মোহাম্মদ আলীর উপর সন্ধার সময় আক্রমণ করে আহত ও বাড়িঘর ভাঙচুর করে। এরপর উভয় পক্ষের লোকজন সংঘর্ষ ও ভাঙচুরে লিপ্ত হয়। এতে আমার পক্ষের পাঁচ ছয় জন আহতসহ দশ বারোটি ঘরবাড়ি ভাঙচুর করে। 

বর্তমানে এলাকাটি থমথমে বিরাজমান। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে কাউকে আটক করা হয় নাই। তবে উভয় পক্ষকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
হত্যা মামলা: বাঘা পৌরসভার মেয়র ঢাকায় গ্রেপ্তার
জনগণ দেশ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
কোটা বাতিলের দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ১০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বড়াইগ্রামে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেকসই উন্নয়নের কোনো বিকল্প নেই: এমপি সুমন
অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করা হয়েছে: প্রধানমন্ত্রী
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মেয়াদ বাড়ল আইজিপি আবদুল্লাহ আল-মামুনের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft