শুক্রবার ৫ জুলাই ২০২৪
মালিতে সন্ত্রাসীয় হামলায় নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১০:০০ AM
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি গ্রামে ঢুকে সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।

সোমবার (১ জুলাই) দেশটির ডিজিগুইবোম্বো গ্রামে এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

তবে কারা এই হামলা চালিয়েছে মালির কর্মকর্তারা সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করতে পারেনি। এমনকী কোনো গোষ্ঠীও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

দেশটির স্থানীয় কর্মকর্তারা মঙ্গলবার (২ জুলাই) জানিয়েছেন, বিদ্রোহে জর্জরিত মধ্য মালির একটি গ্রামে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন।

ব্যাঙ্কাসের মেয়র মৌলেয়ে গুইন্দো বলেন, সশস্ত্র সন্ত্রাসীরা গ্রামটি ঘিরে ফেলে এবং মানুষকে লক্ষ্য করে গুলি করতে থাকে।

এটিতে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে দেশটির শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘সন্ত্রাসীরা যখন গ্রামটি ঘিরে ফেলে তখন সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। হামলার সময় কিছু লোক পালিয়ে যেতেও সক্ষম হয়, কিন্তু অনেককে হত্যা করা হয়েছে, নিহতদের বেশিরভাগই পুরুষ।’

আফ্রিকার সাহেল অঞ্চলজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যে সংঘাত চলছে মালি এর উপকেন্দ্র। বছরের পর বছর ধরে দেশটিতে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে হাজার হাজার সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বাস্ত্যুচুত হয়েছেন কয়েক লাখ মানুষ।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
বড়াইগ্রামে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
পোরশায় পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কর্মবিরতি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেকসই উন্নয়নের কোনো বিকল্প নেই: এমপি সুমন
খুলনার মেয়ে বলিউড অভিনেত্রী স্মৃতি বিশ্বাসের প্রয়াণ
আর্জেন্টিনার কাছে হারের পরই বরখাস্ত হলেন ইকুয়েডর কোচ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফরিদপুর চিনিকলে আখচাষীদের ভর্তুকি প্রদান
ডোমারে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
চতুর্থ সপ্তাহে ‘ডার্ক ওয়ার্ল্ড’ নয় প্রেক্ষাগৃহে
কাস্টমস কমিশনারের ৯ তলা বাড়ি ও দুই ফ্ল্যাট জব্দের আদেশ
সাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft