শনিবার ৬ জুলাই ২০২৪
এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ১০ হাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৮:৪৬ PM
এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিলেন প্রায় সাড়ে ১০ হাজার শিক্ষার্থী। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৯৭০ জন।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেননি ১০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা প্রথম দিনের চেয়ে ৪৭০ জন বেশি। মাদরাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায়ও প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে অনুপস্থিতি বেড়েছে। তবে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম-বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় এদিন অনুপস্থিতি কমেছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী—দ্বিতীয় দিনে ১ হাজার ৪৭২টি কেন্দ্রে এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৬৯টি কেন্দ্রের তথ্য পেয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এসব কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন মোট ৯ লাখ ৩২ হাজার ৫০৯ জন। তার মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ২২ হাজার ৬৯ জন। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৪৪০ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ১৫ জন পরীক্ষার্থী এবং একজন পরিদর্শক।

সবচেয়ে বেশি ২ হাজার ৭৫৮ জন অনুপস্থিত ছিলেন ঢাকা বোর্ডে। সবচেয়ে কম ৭১৯ জন অনুপস্থিত ছিলেন ময়মনসিংহ বোর্ডে। এদিন সবচেয়ে বেশি ৫ জন বহিষ্কার হয়েছেন কুমিল্লা বোর্ডে।

মাদরাসা বোর্ডের তথ্যানুযায়ী—৪২৬টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ছিলেন ৭৮ হাজার ২৭৮ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৭৫ হাজার ৯ জন। অনুপস্থিত ৩ হাজার ২৬৯ জন। বহিষ্কার হয়েছেন ৪ জন।

প্রথম দিন আলিম পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৮৮ জন। সেই হিসাবে দ্বিতীয় দিনে অনুপস্থিতি বেড়েছে ২৮১ জন।

অন্যদিকে কারিগরি বোর্ডের অধীনে ৭০৭টি কেন্দ্রে ১ লাখ ৫ হাজার ১৩৫ জন পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে পরীক্ষা দিয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৫১ জন। বাকি ১ হাজার ৩৮৪ জন অনুপস্থিত। এ বোর্ডের অধীনে মোট ১০ জন বহিষ্কার হয়েছেন।

প্রথম দিনে কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিলেন ২ হাজার ২৪৫ জন। সেই হিসাবে দ্বিতীয় দিনে কারিগরিতে অনুপস্থিতি কমেছে ৮৬১ জন।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
হত্যা মামলা: বাঘা পৌরসভার মেয়র ঢাকায় গ্রেপ্তার
জনগণ দেশ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
কোটা বাতিলের দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ১০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বড়াইগ্রামে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেকসই উন্নয়নের কোনো বিকল্প নেই: এমপি সুমন
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করা হয়েছে: প্রধানমন্ত্রী
মেয়াদ বাড়ল আইজিপি আবদুল্লাহ আল-মামুনের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft