শনিবার ৬ জুলাই ২০২৪
টাকা তছরুপের দায়ে রাশিদ পলাশকে প্রযোজক-নায়িকার আল্টিমেটাম
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৭:২৮ PM
‘ময়ূরাক্ষী’ সিনেমা মুক্তিকে কেন্দ্র করে কদিন হল চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও নির্মাতা রাশিদ পলাশের দ্বন্দ্ব চরমে। পলাশের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ এনেছেন প্রযোজক ও নায়িকা। এ নিয়ে পলাশকে বাসায় ডেকে নিয়ে মারপিটের অভিযোগও করেছেন এই নির্মাতা। সিনেমার অসঙ্গতির বিষয় তুলে নির্মাতা রাশিদ পলাশের বিরুদ্ধে ববি ও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছে। তবে নায়িকা ও প্রযোজনা সংস্থার অভিযোগ অস্বীকার করেছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি বলেন, আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।

সোমবার সংবাদ সম্মেলনে ‘ময়ূরাক্ষী’ সিনেমা নায়িকা ববি ও প্রযোজনা সংস্থা আজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আয়েশা সিদ্দিকা ও সুমি উপস্থিত ছিলেন। এই দুই কর্মকর্তার সামনে নির্মাতা ও নায়িকার দ্বন্দ্বের বিষয়টি সামনে চলে আসে।

তারা বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন পরিচালক রাশিদ। সিনেমার কাজ তিনি সময় মতো শেষ করেননি, সময়মতো রিলিজও করেননি।   

আমরা পলাশকে টাকা দিয়েছি। কিন্তু তিনি তা সঠিকভাবে বণ্টন করেননি। ববির গানসহ অনেক দৃশ্য কেটা হয়েছে। সিনেমাটি কেন মাত্র দুটি হল পেল তা জানার জন্য নির্মাতা পলাশকে ডাকা হয়েছিল। আমরা সবাই ছিলাম সেখানে। নির্মাতা বিপরীতমুখী কথা বলছিলেন। এমনকি ‘ময়ূরাক্ষী’ রিলিজের আগে সিনেমাটি প্রযোজকদের দেখানো হয়নি।

এ মাসের ১২ তারিখের মধ্যে পরিচালক রাশিদ পলাশ যদি সব কিছু ঠিক করে না দেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত নেবেন বলেও জানান প্রযোজকরা।

এ বিষয়ে নির্মাতা রাশিদ পলাশ বলেন, আমার বিরুদ্ধে তারা যেসব অভিযোগ এনেছে সেগুলোর কোনো ভিত্তি নেই। 

নায়িকার দৃশ্য ছেটে ফেলা ও পারিশ্রমিকের বিষয়ে তিনি বলেন, ‘ববি পারিশ্রমিক নিয়ে অভিযোগ এনেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা। ববি শুটিংয়ে সময়মত আসছেন না। সকাল ১০ টাইম দেওয়া থাকলে তিনি শুটিংয়ে আসতেন সন্ধ্যা ৬টায়। তবুও অনেক কষ্ট করে শুটিং শেষ করেছি। এছাড়া তাকে কত টাকা দেওয়া হয়েছে সব ডকুমেন্ট আমার কাছে আছে। এছাড়া আর্থিক বিষয়ে যে অভিযোগ এসেছে সেগুলো আমি দুই-একদিনের মধ্যেই প্রকাশ্যে আনব।’

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
হত্যা মামলা: বাঘা পৌরসভার মেয়র ঢাকায় গ্রেপ্তার
জনগণ দেশ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
কোটা বাতিলের দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ১০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বড়াইগ্রামে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেকসই উন্নয়নের কোনো বিকল্প নেই: এমপি সুমন
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করা হয়েছে: প্রধানমন্ত্রী
মেয়াদ বাড়ল আইজিপি আবদুল্লাহ আল-মামুনের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft