শুক্রবার ৫ জুলাই ২০২৪
অভিনেত্রী শিরিন জাহান আঁখি মারা গেছেন
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৬:১৮ PM

একসময়ের চলচ্চিত্রের শিশুশিল্পী-অভিনেত্রী শিরিন জাহান আঁখি, গতরাত সাড়ে বারোটায় পূর্ব রাজাবাজার ঢাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন তাঁর মামা চলচ্চিত্র প্রযোজক-প্রদর্শক মঞ্জুর এলাহী। তিনি বলেন- গতরাতে ঢাকার পূর্ব রাজাবাজারস্থ নিজ বাসায়, সে হৃদরোগে আক্রান্ত হয়। হাসপাতালে নেবার পথেই তার মৃত্যু হয়।

শিরিন জাহান আঁখি ১৯৭২ সালের ৪ ডিসেম্বর, ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সিরাজুল ইসলাম ভুঁইয়া (প্রয়াত) গীতিকার-পরিচালক, মা জাহানারা ভূঁইয়া (বহুদিন অসুস্থ, আমেরিকায় চিকিৎসাধীন) একজন অভিনেত্রী-গীতিকার-পরিচালক । তাঁর বড় চাচা সফদার আলী ভূঁইয়া ছিলেন বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক-পরিচালক।

তাঁর বড় মামা চিত্রপরিচালক আজীজ আহমেদ বাবুল (প্রয়াত), আর এক মামা মঞ্জুর এলাহি চলচ্চিত্র প্রদর্শক-প্রযোজক ।

প্রয়াত আখিঁর স্বামী আনোয়ার উজ্জামান আনোয়ার (সাবেক ৪০ নং ওয়ার্ড কমিশনার), তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শিরিন জাহান আঁখি এক সময় শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত চলচ্চিত্রসমূহ- প্রেমনগর, গলি থেকে রাজপথ, শমসের, গীত, মহান, ভাগ্যলিপি, অভাগী ও রঙীন রূপবান অন্যতম।

আজ বাদ আসর পূর্ব রাজাবাজার কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমা শিরিন জাহান আঁখির জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে ।


আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
ফরিদপুরে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
দ্বিতীয় দফায় ইরানে প্রেসিডেন্ট নির্বাচন আজ
যুক্তরাজ্যে নির্বাচন: টানা চতুর্থবারের মত জয়ী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ
সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ
যুক্তরাজ্যে নিরঙ্কুশ জয়ের পথে লেবার পার্টি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফরিদপুর চিনিকলে আখচাষীদের ভর্তুকি প্রদান
ডোমারে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
এবার ছাগল নিয়ে রফিক সুলায়মান-কেডি উজ্জ্বলের গান
চতুর্থ সপ্তাহে ‘ডার্ক ওয়ার্ল্ড’ নয় প্রেক্ষাগৃহে
কাস্টমস কমিশনারের ৯ তলা বাড়ি ও দুই ফ্ল্যাট জব্দের আদেশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft