বুধবার ৩ জুলাই ২০২৪
সাদুল্লাপুরে নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনধি
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৬:০৩ PM
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আখিরা নদী থেকে অজ্ঞাত (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার ধাপেরহাট জামদানীঘাট ব্রিজ সংলগ্ন আখিরা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসি জানান, গতকাল সোমবার সকালে জেলেরা মাছ ধরতে গিয়ে নদীতে ওই নারীর ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাটি জানার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এরইমধ্যে সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দক্ষিণ ফরিদপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে মোসলেমা বেগম কয়েকদিন আগে নিখোঁজ হয়েছে। নদীতে একনারীর ভাসমান লাশের বিষয়টি ওই এলাকায় জানাজানি হলে নিখোঁজ মোসলেমার বাবা মা মেয়ের লাশ সন্দেহে ঘটনাস্থলে ছুটে যান।

কিন্তু লাশটি অনেকটা পঁচন ও ফুলে ফেঁপে বিভৎস্য হওয়ায় তাৎক্ষনিভাবে তা শনাক্ত করতে পারেনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে ধাপেরহাট ইউপি সদস্য একরামুল মিয়া বলেন, আখিরা নদী থেকে অপরিচিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু এখনও লাশের কোনো পরিচয় মেলেনি।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত মৃত ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। এরপর লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে ওইদিনই বিকালে ময়না তদন্তের জন্য তার মরদেহ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
তিস্তা চুক্তি হবে আন্তর্জাতিক নদী আইন মেনে: নজরুল
তাসকিন বললেন, ‘বেশিরভাগ সংবাদ এবং তথ্য গুজব’
ইসরায়েলের নতুন আদেশ নিয়ে জাতিসংঘের উদ্বেগ
নির্বাচন কমিশনের মামলায় খালাস পেলেন ইমরান খান
ফের শাহবাগ অবরোধ কোটা আন্দোলনকারীদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চোখ রাঙাচ্ছে বন্যা, সিলেটসহ পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কোটি টাকার সোনা জব্দ
নাটোর জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, সাবেক মেয়রসহ আহত ৭
৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে নির্বাচন আগামীকাল, লড়াই করছেন ৩৪ বাংলাদেশি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft