সোমবার ১ জুলাই ২০২৪
টানা ৫ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ১২:৪২ PM
আষাঢ়ে মানেই ঝুম বৃষ্টি। চলছেও আষাঢ়ের মাঝারি সময়। কিন্তু এবারের আষাঢ় মাস শুরু হয়েছিল প্রায় বৃষ্টিহীন। অবশেষে দেখা মিলছে বৃষ্টির। বাংলাদেশ আবহাওয়া অফিস বলছে বৃষ্টি হতে পারে টানা ৫ দিন। প্রায় সব বিভাগেই ঝড়বে বৃষ্টি। 

গত কয়েকদিন ধরেই আবহাওয়া ছিল মেঘমেদুর। গতকাল শুক্রবার থেকেই আকাশ ছেয়েছিল সাদা-কালো মেঘে। কোথাও কোথাও হয়েছে ভারী বর্ষণও। যা অব্যাহত থাকবে কয়েকদিন। 

এদিকে বৃষ্টি এমনি এমনি আসেনি। বৃষ্টির উপলক্ষ সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ। বঙ্গোপসাগরের বাংলাদেশ উপকূলে এই লঘুচাপ সৃষ্টি হয়েছে। এছাড়াও দেশজুড়ে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। যার ফলে বৃষ্টি যে নামবে সেটা বলাই যায়। হচ্ছেও তাই। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল রাত থেকেই থেকে থেকে বৃষ্টি হয়েছে। শনিবার সকালে এসে বৃষ্টির প্রকোপ কিছুটা বেড়েছে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টা দেশের প্রায় সবগুলো বিভাগে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। যা আরও দুই দিন অব্যাহত থাকবে। 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে।

ফলে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য আয়োজনে কোচ কাঞ্চন একাডেমির সপ্তম বর্ষে পদার্পণ
কেবল চাকরির জন্যই উচ্চশিক্ষার উদ্দেশ্য নয়: স্পিকার
পূর্বধলায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক
ডেঙ্গু প্রতিরোধে ১০ পদক্ষেপ
নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কবি আসাদ বিন হাফিজ আর নেই
হলি আর্টিজানে হামলার আট বছর, যা ঘটেছিল সেদিন
বৃষ্টি আজ আরো বাড়তে পারে, মাসজুড়ে থাকার সম্ভাবনা
রংপুরে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টারে আর্জেন্টিনাকে পেল ইকুয়েডর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft