সোমবার ২ সেপ্টেম্বর ২০২৪
গাবতলী হাটে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ১২:৪২ PM
এবারও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি গাবতলী কোরবানির পশুর হাটে। ক্রেতাদের চাহিদা গুরুত্ব দিয়ে মাঝারি আকারের গরুতে এরইমধ্যে পূর্ণ হয়েছে পুরো হাট। শুক্রবার (১৪ জুন) ছুটির দিনে সর্বোচ্চ বিক্রির প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন বিক্রেতারা। 

শুক্রবার সকালে গাবতলী হাটে গরু নিয়ে ক্রেতার অপেক্ষায় দেখা গেছে, রাখাল, ব্যাপারী ও খামারিদের। সকাল থেকে চোখে পড়েছে ক্রেতাও।

এ সময় গাবতলী সেতু হয়ে শত শত ট্রাক আসতে দেখা গেছে গাবতলী গবাদী পশুর হাটে। প্রতিটি ট্রাক গরু দিয়ে পূর্ণ। হাটে এসে বিক্রেতারা যে যেখানে সুযোগ পাচ্ছেন গরু বাঁধছেন। গাবতলী মূল হাট পেরিয়ে হাটের ব্যাপ্তি ঘটেছে সুইপার কলোনি পর্যন্ত।

ঈদের আগে ব্যস্ততম দিনটিতে কারও যেন কথা বলার ফুরসত নেই। দেশের বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসা ব্যবসায়ীরা সব বিক্রি করেই বাড়ি ফিরতে চান। এরই মধ্যে ক্রেতারাও আনাগোনা করছেন হাটে। কেউ কেউ পছন্দের গরু কিনছেনও। 

কুষ্টিয়ার ভেড়ামারা থেকে গরু নিয়ে আসা ব্যাপারী চান মিয়া  বলেন, আজকে তো বিক্রির দিন। বিকেলে ভালো কাস্টমার হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সকাল থেকেই কাস্টমার আছে। দাম কম বলে। লসে আমরা গরু দেব না।

লোকসানের বোঝা বইতে নারাজ চুয়াডাঙার ব্যাপারী ইসমাইল হোসেন। তিনি বলেন, গাড়ি ভাড়া এবার বেশি। গরুর দাম বেশি। ওইভাবেই বিক্রি করা লাগবে। লসে বিক্রি করব না। দরকার হইলে ফেরত নিয়া যাব।

এদিকে ক্রেতারা বলছেন, গরুর দাম গত বছরের তুলনায় অনেকটাই বেশি। বিক্রেতারা দাম না কমালে ক্রেতাদের জন্য কোরবানির পশু কেনা কঠিন হবে বলে মনে করছেন ক্রেতারা। 

সরকারি হিসেব বলছে, চলতি বছর কুরিবানির চাহিদার তুলনায় প্রায় ২৩ লাখ বেশি গবাদী পশু দেশে রয়েছে। এ ক্ষেত্রে দাম কিছুটা কম থাকবে বলে ক্রেতারা প্রত্যাশা করেছিলেন। তবে গরুর খাবার, পরিবহন খরচসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় গরুর দাম বেড়েছে। 

আজকালের খবর/বিএস 








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
হত্যা মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর সলু গ্রেপ্তার
নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন জসীম উদ্দিন
গাজী টায়ারের পোড়া কারখানায় মিলল মানুষের মাথার খুলি-হাড়গোড়
থানায় জমা না দিলে অস্ত্র গোলাবারুদ অবৈধ গণ্য হবে
নন্দীগ্রামে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়াউর রহমানের মাজারে মাহামুদ হোসেন ও মনিরুল সোহাগের শ্রদ্ধা
গণভবন ছাড়তে মাত্র ৫ মিনিট সময় পেয়েছিল এসএসএফ
ভালুকায় ব্যবসা চেয়ে অভিনব চিঠিতে বিএনপি নেতার সুপারিশ
বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান
সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft