সোমবার ২ সেপ্টেম্বর ২০২৪
বিশ্বনাথে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
মোহাম্মদ নুরুল ইসলাম, বিশ্বনাথ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৫:৪১ PM
সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সিরাজপুর কাজীবাড়ীর পশ্চিমে সাহেবনগর পয়েন্টে সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের বদরুল আলমের ছেলে শিব্বির আহমেদ (৪২) ও একই গ্রামের কওছর আলমের ছেলে শাহিন মিয়া (২৮)।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত লেগুনার চালক নাইমকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সিরাজপুর কাজীবাড়ীর পশ্চিমে সাহেবনগর পয়েন্ট সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়কে সিলেটগামী নম্বরবিহীন একটি লেগুনার সাথে সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি বাসের (ঢাকা-মেট্টো-ব ১৫-২৬৪৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার ২ যাত্রী নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী। তিনি বলেন, 'এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে জয়কলস হাইওয়ে পুলিশ।

আজকালের খবর/বিএস 








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
হত্যা মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর সলু গ্রেপ্তার
নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন জসীম উদ্দিন
গাজী টায়ারের পোড়া কারখানায় মিলল মানুষের মাথার খুলি-হাড়গোড়
থানায় জমা না দিলে অস্ত্র গোলাবারুদ অবৈধ গণ্য হবে
নন্দীগ্রামে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়াউর রহমানের মাজারে মাহামুদ হোসেন ও মনিরুল সোহাগের শ্রদ্ধা
গণভবন ছাড়তে মাত্র ৫ মিনিট সময় পেয়েছিল এসএসএফ
ভালুকায় ব্যবসা চেয়ে অভিনব চিঠিতে বিএনপি নেতার সুপারিশ
বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান
সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft