শনিবার ২৭ জুলাই ২০২৪
সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন ৩ লাখ ছাড়ালো
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ২:৫২ PM
সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম শুরুর ১০ মাসের মাথায় পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। আজ সোমবার (১০ জুন) অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এখন পর্যন্ত পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ১৭৬।

দেশের বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা দিতে গত ২০২৩ সালের ১৭ আগস্ট প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন।

'উদ্বোধনের পর থেকে জনকল্যাণকর এ কর্মসূচিতে মানুষের উল্লেখযোগ্য আগ্রহ পরিলক্ষিত হচ্ছে' উল্লেখ করে এতে আরও বলা হয়, সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা ১০ মাসে তিন লাখের মাইলফলক ছাড়িয়েছে।

বর্তমানে 'প্রবাস', 'প্রগতি', 'সুরক্ষা' ও 'সমতা' স্কিমে নিবন্ধনের সুবিধা আছে। 'সমতা'য় দুই লাখ ২৪ হাজার ১৬৪, 'প্রগতি'তে ২১ হাজার ২৯৪, 'সুরক্ষা'য় ৫৬ হাজার ৯১৯ ও 'প্রবাস'-এ ৭৯৯ জন নিবন্ধিত হয়েছেন।

বিজ্ঞপ্তি অনুসারে, ইতোমধ্যে ৮৭ এনজিও তাদের কর্মচারীদের জন্য 'প্রগতি' স্কিমে নিবন্ধিত হয়েছে।

পঞ্চম স্কিম হিসেবে 'প্রত্যয়' চালু হচ্ছে যা সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারী, যারা আগামী ১ জুলাই থেকে যোগদান করবেন তাদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দু’টি স্টেশন এক বছরেও চালু করা সম্ভব হবে না
পুঁজিবাজারে লেনদেন চলবে ১০টা থেকে ২টা
বিমানবন্দরে জমে থাকা কার্গো দ্রুত খালি করার নির্দেশ
আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পুলিশ বাহিনী: ধর্মমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৩ দিনের জন্য অফিসের নতুন সময়সূচি ঘোষণা
ভিপিএন ব্যবহারে সুবিধার পাশাপাশি রয়েছে যেসব ঝুঁকি
প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল
অলিম্পিকে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে আর্জেন্টিনা
দিল্লিকে মমতার পাল্টা জবাব, ‘আমাকে শেখাতে আসবেন না’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft