প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২:৩৬ PM

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকায় ছিনতাইয়ের অভিযোগে ৬ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত ১২টার পরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় ছুরি, রডসহ ছিনতাই কাজে ব্যবহারে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে ছিনতাইকালে সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে ৪ জনকে হাতেনাতে আটক করেছে ট্যুরিস্ট পুলিশের বিশেষ টিম। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মালামাল। একইদিন পৃথক অভিযানে আরো ২ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ডিআইজি আপেল মাহমুদ। ছিনতাইসহ যেকোন অপরাধের বিরুদ্ধে সঠিক তথ্য দিয়ে সহায়তা চেয়েছেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।
আজকালের খবর/এসএইচ