শনিবার ২৭ জুলাই ২০২৪
ব্যাংকঋণ প্রসঙ্গে খোঁড়া যুক্তি দেখালেন রাফসান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৬:৩৩ PM আপডেট: ১৫.০৫.২০২৪ ৭:৩১ PM
বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের মধ্যে অন্যতম রাফসান দ্য ছোট ভাই। সম্প্রতি মা-বাবাকে একটি অডি গাড়ি উপহার দিয়েছেন রাফসান। সেটি নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর আলোচনা-সমালোচনা। এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বলছেন, রাফসানের বাবা আড়াই কোটি টাকা ঋণ নিয়েছেন। সেটি এখন বেড়ে সোয়া তিন কোটি। রাফসান চাইলেই গাড়ি না কিনে বাবার কোম্পানির নেওয়া ব্যাংকঋণ শোধ করতে পারতেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাফসান ও তার পরিবারকে তুলোধুনা করছেন নেটিজেনরা। পক্ষে-বিপক্ষে তর্কবিতর্ক চলছে। 

এতে চুপ থাকতে পারেননি রাফসান। নিজের ফেসবুক পেজে দিলেন বিশদ বিবরণ। রাফসানের এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন প্রায় ৯০ লাখ মানুষ, সেই সঙ্গে হাজার হাজার মন্তব্য। মন্তব্যে নেতিবাচক প্রতিক্রিয়াই ছিলো বেশি। কেউ কেউ বলছেন, খোঁড়া যুক্তি দেখাচ্ছেন রাফসান। কেউ বলছেন, ছেলেটা যে ক্লেইম করছে তা অসত্য। আবার কেউ বলছেন, ঋণ আগেই শোধ করেন নাই কেন? এছাড়া বেশিরভাগই পরামর্শ দিয়েছেন, সরি বলে পরিবারের সবাই মিলে টাকা পরিশোধের চেষ্টা করতে। 

গতকাল মঙ্গলবার রাতে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করে রাফসান বলেন, ‘আমি গতকাল ফেসবুকে একটা পোস্ট দেখলাম, আমি নাকি ২ কোটি টাকার একটা গাড়ি কিনেছি, আর আমার বাবার নাকি ৩ কোটি টাকার লোন। এখানে কিছু ভুল তথ্য আছে। আমার এই গাড়ির দাম ২ কোটি টাকার আশপাশেও না। এটা একটু চেক করে দেখেন, এটা অনেকেই জানে।’

ভিডিওতে বাবা-মায়ের ঋণ নেওয়ার কথা স্বীকার করেন রাফসান। বিষয়টি এখন আদালতে বিচারাধীন দাবি করে তিনি বলেন, ‘সেখান থেকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঋণ পরিশোধ করব কীভাবে? কারণ, আদালত তো এখনো নির্ধারণ করে দেননি কত টাকা পরিশোধ করতে হবে।’

ঋণসংক্রান্ত বিষয় নিয়েও খোলাসা করেন রাফসান। তিনি বলেন, ‘আপনারা জানেন, ব্যাংক থেকে ঋণ নিতে হলে কিছু জিনিস বন্ধক রাখতে হয়। আমরা একটা জমি বন্ধক রেখেছি, সেটার দাম যদি ১০ টাকা হয়, আমরা ঋণ নিয়েছি এক টাকা। তারা এই ঋণের পরিবর্তে আমাদের ১০ টাকার জিনিসটা নিতে চায়। তাই আমরা আদালতে গিয়েছি।’

এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘আপনি আমাকে বলেছেন, আমি একজন সন্তান হয়ে কেন ঋণ পরিশোধ করছি না। আমি বলতে চাই, আমার ভাই ও আমি যথেষ্ট ভালো সন্তান। আমি ও আমার ভাই মিলে অবশ্যই ঋণ পরিশোধ করতে পারি। কিন্তু আদালত তো বলে নাই কত টাকা পরিশোধ করতে হবে, তাহলে আপনি বলে দেন কত টাকা পরিশোধ করব?’

শুধু তা–ই নয়, ‘বিষয়টি যে বা যারা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও বিজ্ঞাপন মডেল রাফসান। তিনি বলেন, যিনি মোরাল পুলিশিং করছেন, তিনি ভুল তথ্য ছড়াচ্ছেন। আমি আমাদের আইনজীবীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। আমরা কি হাজার কোটি টাকা নিছি? দেশের বাইরে পালিয়ে গেছি? না, আমরা এখানে। যখনই কত টাকা পরিশোধ করতে হবে জানব, তখন পরিশোধ করে দেব।’

আজকালের খবর/ওআর














সর্বশেষ সংবাদ
পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
একদফা দাবিতে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির
কোটা আন্দোলনের তিন সমন্বয়ক ডিবি হেফাজতে
পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে শ্রীলঙ্কা
ঢাকায় ২০৯ মামলায় গ্রেপ্তার ২৩৫৭
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
রিমান্ড শেষে কারাগারে নুর
ফেসবুক-টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
ফরিদপুরে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, চলছে যানবাহন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft