প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৬:৫১ PM

বর্তমান সমাজ ব্যবস্থার নানা সমস্যা ও সংঘাতের গল্প নিয়ে নির্মিত ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাটি চলতি মাসের যে কোন শুক্রবার মুক্তি পাবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রযোজক ও অভিনেতা ডিপজল নিশ্চিত করেছেন। যদিও চলতি মাসের কোন সপ্তাহে সিনেমাটি মুক্তি পাবে তা উল্লেখ করা হয়নি।
ছবিটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। নির্মিত হচ্ছে ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্রের ব্যানারে।
এতে প্রধান দুটি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও চিত্রনায়িকা মৌ খান। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ডিপজলকে।
ছবিতে আরও অভিনয় করছেন বড় দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সৌদাগর, কিরন কুমার, সেলিম প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালের ১৫ জানুয়ারি ‘মানুষ কেন অমানুষ’ নামে সিনেমার শুটিং শুরু হয়।
আজকালের খবর/আতে