প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৬:২৬ PM
নানা আলোচনা-সমালোচনার মাঝে এবার মুখ খুললেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ। সবাইকে সামান্য ধৈর্য ধরার অনুরোধ করেন তিনি।
মঙ্গলবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, দু-একজন অনেক ক্ষিপ্ত, খুবই উত্তেজিত হয়ে এক্ষুনি সম্পাদকীয়, উপসম্পাদকীয়, প্রবন্ধ লিখে ফেলছেন। দয়া করে সামান্য ধৈর্য্য ধরুন। ঘোষণাই তো আছে, কুৎসার কিসসা আভি ভি বাকি হ্যায়।
গত ৩১ মার্চ পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা, তার স্ত্রী ও দুই মেয়ের নামে সম্পদের পাহাড় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিক। এরপর থেকে সাবেক এই শীর্ষ কর্মকর্তাকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর চাকরি থেকে অবসরে যান বেনজীর। এর আগে ২০২০ সালের এপ্রিলে তিনি পুলিশপ্রধানের দায়িত্ব পান। তার আগে তিনি র্যাবের মহাপরিচালক (ডিজি) ছিলেন।
আজকালের খবর/বিএস