বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৯:৪৩ AM
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের হতাশা ভুলে টি-টোয়েন্টিতে ভালো করার প্রত্যাশা নিয়েও হারের বৃত্তে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক নিগার সুলতানার জ্যোতির অর্ধশতক ম্লান করে ১০ উইকেটের জয় তুলে নেয় অজি মেয়েরা। এমনি অবস্থায় আজ বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সমতায় ফেরার মিশনে নামছে টাইগ্রেসরা। মিরপুর শেরেবাংলায় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।

মাঠে নামার আগে ম্যাচের আগে ইতিহাস অ্যালিশা হিলিদের পক্ষে। দুই দলেত টি-টোয়েন্টি লড়াইয়ে শতভাগ জয় অজি নন্দিনীদের। ২০২০ বিশ্বকাপে প্রথম মুখোমুখি হয় দুই দল। যাতে আধিপত্য হলুদ জার্সিধারীদের। গত পরশুর ম্যাচেও একই চিত্রনাট্য। সিরিজের প্রথম দেখায় ১০ উইকেটে জিতেছে সফরকারীরা। বাংলাদেশের অধিনায়ক ছাড়া বাকিরা ছিলেন ব্যর্থতার মিছিলে।

স্বাগতিকদের সমতায় ফিরতে প্রয়োজন ব্যাটারদের ব্যাটে রান। ওয়ানডে সিরিজেও ‘টপ অর্ডার’ ব্যাটারদের অফফর্ম ভুগিয়েছে দলকে। হতশ্রী ব্যাটিংয়ের নিদারুণ ব্যর্থতা নিয়ে হতাশার কথা বলেছিলেন ক্যাপ্টেন নিগার সুলতানা। দ্বিতীয় ম্যাচের আগে একই সুর কোচ হাসান তিলকারত্নের, তিনি বলেন, ‘ব্যাটিং নিয়ে আমরা বেশ হতাশ। তবে প্রথম ম্যাচে রিকভারি (পুনর্গঠন) অনেক ভালো ছিল। সেখানে ইতিবাচক কিছু ব্যাপার আছে। বিশেষ করে জ্যোতি (নিগার) ও ফাহিমার (খাতুন) ব্যাটিংয়ে খুশি আমি। তারা একসঙ্গে যেভাবে খেলেছে। হিসাব করে কিছু ঝুঁকি নিয়েছে ঠিক মুহূর্তে।’

টাইগ্রেস কোচ তিলকারত্নে বলেন, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমাদের কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে হবে শিগগিরই। একত্র বসে দেখতে হবে, কীভাবে দ্রুত উন্নতি করা যায়।’ তিনি মনে করেন, অনেকটা ইতিবাচক মেয়েরা। এও মনে করেন, ‘অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ বেশ ভালো। তাদের থেকে শেখার আছে।’

বাংলাদেশের টি-টোয়েন্টি দল: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা ইসলাম, শরিফা খাতুন, দিলারা আক্তার দোলা।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের
পাকিস্তানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি মোদির
মার্চে সড়ক দুর্ঘটনায় ৬১২ জন নিহত, আহত ১২৪৬: যাত্রী কল্যাণ সমিতি
হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট
আফতাবনগরে কোরবানির পশুর হাট না বসাতে রিট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভবন নির্মাণের দাবিতে জাবিতে মানববন্ধন
নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন
৩১ দফা বাস্তবায়নই হবে বিএনপির ওপর নির্যাতনের প্রতিশোধ: তারেক রহমান
মিয়ানমার সীমান্তের ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়
কক্সবাজারে র‍্যাবের অভিযানে জালনোট কারখানা শনাক্ত, আটক ২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft