শনিবার ২৭ জুলাই ২০২৪
২৫ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধ করতে হবে: ডিইউজে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৬:৫৩ PM আপডেট: ২৮.০৩.২০২৪ ৮:২৮ PM
২৫ রমজানের মধ্যে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন ডিইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১১টায় কার্যালয়ে ২০২৪-২০২৬ নির্বাহী পরিষদের প্রথম সভায় এ দাবি জানানো হয়। 

সংগঠনের নবনির্বাচিত প্রথম বছরের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতারা বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে গণমাধ্যমে সাংবাদিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ করতে মালিকদের প্রতি আহবান জানান এবং যারা বেতন- বোনাস পরিশোধ করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন নেতারা। 

এছাড়াও সভায় কাজী মোহসিন আল আব্বাসকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে যারা সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, সহ-সভাপতি ইব্রাহীম খলিল খোকন, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইনবিষয়ক সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, নারীবিষয়ক সম্পাদক সুমি খান, নির্বাহী পরিষদ সদস্য জি এম মাসুদ ঢালী, নাসরিন বেগম গীতি (নাসরিন গীতি), আনোয়ার সাদাত সবুজ, সাজেদা হক, আহমেদ মুশফিকা নাজনীন, রারজানা সুলতানা, আজকালের খবরের ইউনিট চিফ সাইফুল ইসলাম মন্টু, বাসসের ডেপুটি ইউনিট চিফ কাজী গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদ্দিন), নিউ নেশনের ডেপুটি ইউনিট চিফ মঈন উদ্দিন আহমেদ, করতোয়া ডেপুটি ইউনি চিফ মিজানুর রহমান।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করবে এফবিআই
আজ ঢাকাসহ ৪ জেলায় বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল
পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
একদফা দাবিতে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির
কোটা আন্দোলনের তিন সমন্বয়ক ডিবি হেফাজতে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
রিমান্ড শেষে কারাগারে নুর
ফরিদপুরে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, চলছে যানবাহন
ফেসবুক-টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft